×

জাতীয়

বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০২:৫০ পিএম

বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বিক্ষোভ
বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বিক্ষোভ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী খন্দকার মোশতাক আহম্মেদের বাড়ি দাউদকান্দি থেকে উচ্ছেদ, স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শহিদনগর ট্রমা সেন্টার মাঠে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী কুমিল্লা উত্তর জেলার ব্যানারে স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন। কোন রকম বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় শুক্রবার রাত থেকে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে প্রশাসন। বিক্ষোভ মিছিল নিয়ে শহীদনগর বাসস্ট্যান্ড থেকে খন্দকার মোশতাকের বাড়ি দশপাড়ায় যেতে চাইলে ষোলপাড়া এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদেরে বাধা দিতে গিয়ে রেজাউল নামের পুলিশ কনস্টেবল আহত হয়। পরে নেতৃবৃন্দ সেখানেই মোস্তাকের প্রতিকৃতিতে জুতা ও থুথু নিক্ষেপ করে ঘৃনা জানান নেতৃবৃন্দ। অবিলম্বে দাউদকান্দি তথা কুমিল্লার মাটি থেকে খুনি মোস্তাকের বাড়ি ও কবর অপসারণ এবং সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান বক্তারা। খুনি মোস্তাকের অপকর্মের দায় দাউদকান্দিসহ কুমিল্লর সাধারণ মানুষ নিবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, কুলাঙ্গার খুনি মোশতাকের মতো এতো বড় বেইমান ও বিশ্বাসঘাতক আছে বলে আমার জানা নেই। তাই খুনি মোশতাকের কলঙ্কভার আমরা আর বহন করতে চাইনা। এ কারণে আমরা কুমিল্লার নামে বিভাগও পাচ্ছিনা। তাই জাতির জনক বঙ্গবন্ধু হত্যার মূল হোতা খুনি মোশতাকের দাউদকান্দির সব সম্পদ বাজেয়াপ্তের দাবি জানাচ্ছি এবং আমরা এ লজ্জা থেকে পরিত্রাণ চাই। এ সময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডাভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, মেঘনা উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহার, যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন বাবু, দাউদকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জেবুন্নেছা জেবু, শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দীন রকিব, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, ছাত্রলীগ সভাপতি নয়নসহ দাউদকান্দি ও মেঘনার আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App