×

আন্তর্জাতিক

৪ বাংলাদেশিসহ ৬জনের ১০ বছরের দণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ০৭:৩৩ পিএম

৪ বাংলাদেশিসহ ৬জনের ১০ বছরের দণ্ড

পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণস্থল। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় চার বাংলাদেশিসহ ছয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আরো ১৩ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন কলকাতার একটি আদালত।

শুক্রবার কলকাতার নগর ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলায় দোষী সাব্যস্ত হওয়া ১০ জনকে ৮ বছর ও ৩ জনকে ৬ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার (২৮ আগস্ট) ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত চার বাংলাদেশিসহ ১৯ জনকে অভিযুক্ত করেন। একইসঙ্গে চার বাংলাদেশিকে ‘বিদেশি আইনেও’ দোষী সাব্যস্ত করেছেন এনআইএ’র আদালত।

উল্লেখ্য, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি দ্বিতল ভবনে বিস্ফোরণে দুজন নিহত হন। ওই ঘটনার পরই জানা যায়, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ওই বাড়িটি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কারখানা হিসেবে ব্যবহার করছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App