×

জাতীয়

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ০৪:০৫ পিএম

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় গত বৃহস্পতিবার রাত আড়াই টায় কেরানীহাট রুপান্তর হাউজিং সোসাইটি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ডাকাতদের নাম মো. মিজানুর রহমান (২৫) ও মোঃ রিমন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজের গুলি, দুইটি রাম দা ও একটি ছুরি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, উপজেলার কেরানীহাট রুপান্তর হাউজিং সোসাইটির পশ্চিমে আব্দুল মালেকের খালি জায়গায় বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, অফিসার ইনচার্জ সফিউল কবীর ও এসআই মোহাম্মদ আহসান হাবীব ও এসআই মো. মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। ডাকাতরা এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ডাকাত মো. মিজানুর রহমান ও মোঃ রিমনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজের গুলি, দুইটি রাম দা ও একটি ছুরি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ডাকাত মিজান পুলিশের কাছে স্বীকার করে তারা ১০-১২ জন মিলে এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এর আগে তারা উপজেলার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে ডাকাতি করত। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, রাতে কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সেই পুলিশের কাছে স্বীকার করেছে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। দীর্ঘদিন ধরে কেরানীহাট বান্দরবান ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ পদ্ধতিতে যানবাহন আটকিয়ে ডাকাতি করে আসছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App