×

সাময়িকী

সরিয়ে আনি নির্লজ্জ হাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৬:৪০ পিএম

যে তুমি ভালোবাসার চোখে মিতালী পাতিয়েছিলে একদিন, শুকনো ঠোঁটে রেখেছিলে ভেজা ঠোঁট অমৃতের স্বাদ, সেই তুমি নিবিড় পরশে জড়িয়ে অন্য কাউকে আদর করবে, ভালোবাসবে- অসহ্য! রক্তের প্রতিটি লৌহ কণিকায় বহমান এখনও তোমার স্মৃতি স্পর্শ দোলা দেয় বারবার তড়িৎগতিতে এক নির্জন সায়াহ্নে সেদিন কোমল হাতে আমাকে আদর করেছিলে বেশ কিছুক্ষণ; অথচ এখন আমার প্রয়োজনে তোমাকে পাই না একটিবার। অসভ্য বাতাস তীব্র তেজে বারবারই মেলে ধরে তোমার অজস্র স্মৃতি, সর্বত্রই তোমার শরীর ভেবে ভুল করি মাঝে মাঝে সরিয়ে আনি প্রত্যাশিত নির্লজ্জ হাত, দুটো ঠোঁট নড়ে ওঠে বারবার উদ্যাম আকর্ষণে নিঃসঙ্গতার অভিশাপে ভাবতে হয় অন্য প্রসঙ্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App