×

সাময়িকী

রোদবতী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৬:৩৯ পিএম

রৌদ্রস্নান শেষে লজ্জাবতী খোঁপায় গুঁজে রাখো বেলি আমার ঘ্রাণেন্দ্রিয় বুঝে নেয় আলাদা সে সুবাতাস তোমার রঙ্গন শরীর থেকে ঝরে পড়ে ফোঁটা ফোঁটা সুগন্ধি নিশিন্দা অম্লমধুর স্বাদ সঞ্জীবনী সুধার মতোই পান করি। যখন তোমার কণ্ঠে শুনি সুরের মূর্ছনা হলুদ সন্ধ্যায় তখন আকণ্ঠ ভিজে যায় নিষিদ্ধ সবুজ সুরায় বেহুলা জোছনায় তুমি আর আমি এবং নীল চাঁদ স্বপ্নে সিঁড়ি বেয়ে উপরে যাই মহুয়া মাতাল। বোধ যেন নির্বোধ কেবলি বৃষ্টির উন্মাদনায় পরস্পর জড়িয়ে থাকি বুনো আদিম লতাপাতা নিষিদ্ধ যৌবনে তুমি আমি ঘাস বিছানা হাওয়া প্রশান্তিতে আমি এবং তুমি কোকিলকণ্ঠী রোদবতী। হিজল ছায়ায় হার্বেরিয়ামে ছোপছোপ সবুজ অরণ্যে একটা বিকেল তাকিয়ে দেখে তুমি আমি একটা কপল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App