×

বিনোদন

মেয়েদের বয়স আর পুরুষের বেতন জিজ্ঞেস করতে নেই!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৩:০৪ পিএম

মেয়েদের বয়স আর পুরুষের বেতন জিজ্ঞেস করতে নেই!
টিভি নাটকের এই সময়ের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী সাফা কবির। বিজ্ঞাপনে মডেল হিসেবে তিনি যেমন আলোচিত হয়েছেন ঠিক তেমনি ভালো ভালো গল্পের নাটকে, ওয়েব সিরিজে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পেয়েছেন। আজ ২৯ আগস্ট তার জন্মদিন। জন্মদিন পালন ও সমসাময়িক অন্যান্য বিষয়ে কথা বললেন তিনি-
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করছি... সাফা কবির : আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনটি কীভাবে কাটাবেন বলে ঠিক করেছেন? সাফা কবির : জন্মদিনে সাধারণত আমি কিছুই করি না। পরিবারের সবার সঙ্গেই সুন্দরভাবে দিনটা কাটানোর চেষ্টা করি। শুধু সবার কাছে দোয়া চাই, যেন ভালোভাবে দিনটি কেটে যায়। যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর ভালো ভালো গল্পের নাটক-টেলিফিল্মে কাজ করতে চাই। কত বসন্ত কাটল জানতে পারি কী? সাফা কবির : হা হা হা। জানেন না, মেয়েদের বয়স আর পুরুষের বেতন জিজ্ঞেস করতে নেই! আচ্ছা, আচ্ছা। অগণিত বসন্ত পার করুন সফলতার সঙ্গে... সাফা কবির : আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি। এবার কাজের প্রসঙ্গে আসছি। ঈদে তো বেশ কয়েকটি নাটকে আপনার দেখা মিলেছে.. সাফা কবির : বলতে গেলে এবার ঈদে আমার অভিনীত প্রতিটি নাটকই দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষত ‘ডিল ডান কালাচাঁন’, ‘দ্য লাইফ অব জলিল’, ‘ঢাকাইয়া আশিক’, ‘ছোঁয়া’, ‘আগন্তুক’ ও ‘ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছি। নাটক নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলোর ওপর মনোযোগী ছিলেন? সাফা কবির : একটু ভিন্ন ধরনের গল্প ও চরিত্র বাছাই করতে চেষ্টা করেছি। কাজের পরিমাণ না বাড়িয়ে মনোযোগী ছিলাম আমার অভিনীত চরিত্রের প্রতি। প্রথমবারের মতো মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছি ‘ডিল ডান কালাচাঁন’ নাটকে। তার সঙ্গে অভিনয় করাটাও যেন ছিল এক ধরনের চ্যালেঞ্জ। দর্শক কিন্তু এ নাটকে দারুণভাবে গ্রহণ করেছেন। আগামীতেও ভালো কিছু কাজ প্রচারের অপেক্ষায় আছি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App