×

খেলা

দুই বছর পর দ্বিতীয় রাউন্ডে সিমোনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০২:৩০ পিএম

দুই বছর পর দ্বিতীয় রাউন্ডে সিমোনা
অবশেষে টানা দুই বছর পর ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছেন মেয়েদের টেনিসের র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বরে থাকা সিমোনা হালেপ। গতকাল আমেরিকান টেনিসার নিকোল গিবসকে ৬-৩, ৩-৬, ৬-২ সেটে হারিয়েছেন তিনি। ২০১৭ সালে মারিয়া শারাপোভা ও ২০১৮ সালে কাইয়া কানেপির বিপক্ষে প্রথম রাউন্ডেই হারতে হয়েছিল হালেপকে। এবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পারায় বেশ খুশি উইম্বলডনের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন। তিনি বলেন, অবশেষে দুই বছর পর ইউএস ওপেনে একটি ম্যাচ জিততে পারলাম। খুব খুশি আমি। এখন দারুণ ছন্দে রয়েছি। আরো সামনে এগুতো চাই। অন্যদিকে প্রথম রাউন্ড থেকে কোনোমতে বেঁচে গেছেন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ও নাম্বার ওয়ান জাপানিজ টেনিসার নাওমি ওসাকা। রাশিয়ান টেনিসার আন্না  ব্লিনকোভার বিপক্ষে প্রথম সেটটি কোনোমতে জেতেন তিনি। টাইব্রেকারে হেরে যান দ্বিতীয় সেটটি। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান তিনি। শেষমেশ ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-২ সেটে জিতে নেন ম্যাচটি। ম্যাচ শেষে ওসাকা নিজেই স্বীকার করেন টেনিস কোর্টে এর আগে এত নার্ভাস কখনো হননি তিনি। এ ছাড়া আমেরিকান টেনিসের নতুন বিস্ময় বালিকা কোকো গাফ প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন রাশিয়ান টেনিসার আনাসতাসিয়া পোতাপোভাকে ৩-৬, ৬-২, ৬-৪ সেটে হারিয়ে। ইউএস ওপেনের সর্বকনিষ্ঠ টেনিসার হিসেবে ১৫ বছর বয়সে প্রথম রাউন্ডে লড়েছেন তিনি। আর তা ছাড়া তার রাশিয়ান প্রতিপক্ষ পোতাপোভার বয়স মাত্র ১৮ বছর। ছেলেদের এককে দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছেন র‌্যাঙ্কিংয়ে দুই নাম্বারে থাকা স্প্যানিশ টেনিসার রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান টেনিসার মিলম্যানকে ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন তিনি। এ ছাড়া প্রথম রাউন্ডে আরো জয় পেয়েছেন নিক কাইরজিউস। আমেরিকান টেনিসার স্টিভ জনসনকে ৬-৩, ৬-৭ (১-৭), ৬-৪ সেটে হারিয়েছেন তিনি। সিনসিনাটি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাশিয়ান টেনিসার ডেনিল মেদভেদেভ প্রথম রাউন্ডের বাধা টপকিয়েছেন ভারতীয় টেনিসার প্রাজনেস গুনেসওয়ারানকে হারিয়ে। গুনেসওয়ারানকে ৬-৪, ৬-১, ৬-২ সেটে হারিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App