×

শিক্ষা

জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি পরিবারের শ্রদ্ধা নিবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৪:৩৮ পিএম

জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি পরিবারের শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালনের অংশ হিসেবে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার ২৯ আগস্ট ২০১৯ দুপুর ১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া করেন। জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মধ্যে দিয়ে শেষ হলো মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচী। দোয়ায় জাতির পিতাসহ ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ পৃথকভাব জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আগস্ট মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীসমূহ হলো- ১ আগস্ট কালো ব্যাচ ধারণ, ১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদে দােয়া মাহফিল, ২০ আগস্ট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ২১ আগস্ট শোক র‌্যালী, বঙ্গবন্ধুর উপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২৭ আগস্ট আলোচনা সভা, ২৯ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App