×

সাময়িকী

গোলাপের মতো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৬:৪০ পিএম

এক রমণীমোহন আকৃষ্ট করেছে লাজ রাঙা মোহে মোহিত করে নিজেকে রেখেছি অন্তরালে ভাবি সে কি রেখেছে নজরে! যাপিত জীবনে চলতে ফিরতে অনেকের সাথে পরিচিত হই সুখ হলো অধরা বাসনা সবারই কপালে সয় না সই? পদ্মের শুভ্রতা সবার নজরে আসে কামিনীর সুবাস মৌ মৌ করে গোলাপের সৌন্দর্য নজর কাড়ে তুমিও ছড়াও রমণীয় সুভাস চারিধারে। সুরভিত করো মনের গহন সলাজে আড়ে তাকিয়ে দেখি কি অপরূপ সৃষ্টি তুমি! কি জাদুকর সম্মোহনী তোমার আঁখি! আবৃত প্রেম গুটিয়ে বুকে হই জ্বলন্ত ছাই ফেরারি মন তোমাকেই চায় তোমা হতে নজর কি করে ফেরাই। তোমাতেই আচ্ছাদিত থাকে এ হৃদয় হোক সে অনুভবে! আশার স্বপ্ন মরাগাঙে ভাসে কবে তুমি গোলাপের মতো আমার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App