×

সাময়িকী

আত্মাহুতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৬:৪০ পিএম

বলেছিলে তুমি জেগে উঠবে অন্যায়-প্রতিবাদে অন্তত ভুখা মানুষের সপক্ষে। অথচ, তোমার চোখে অনন্ত ঘুম বাসা বেঁধে আছে- কবেকাল থেকে। মৃত আগুন-পাহাড়ও জেগে ওঠে জাগার সম্ভাবনায়। নিজ পেটের গুরুগুরু শব্দে তটস্থ হরিণ মিছিলে মিলিত হলে না তাই; ইঁদুরের মতো শিখেছো ঠিকই ঢুকে যেতে নিজস্ব গর্তে। তোমাকে বাঁচাবে তারা মানুষ- যাদের ঘৃণা করো তুমি জলপ্রপাতে মেলে দেবে সেসব হাত- যাদের অস্পৃশ্য ভাবো, তুলে দেবে তবু প্রাণবায়ু কতিপয় প্রাণের আকাক্সক্ষায়। স্বার্থপর, লোভী, মাতাল, অন্ধ প্রজন্মের সুখের বসবাস দিতে অনাদিকাল থেকে লীন হয় অগণিত- অনাগত স্বপ্নের চাষাবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App