×

খেলা

উনিশে-উনিশ সেরেনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ০২:৪৪ পিএম

উনিশে-উনিশ সেরেনা
রুশ নন্দিনী মারিয়া শারাপোভা আমেরিকান টেনিসার সেরেনা উইলিয়ামসের বিপক্ষে খেলতে নামবেন আর হারবেন। এটিই যেন নিয়মে পরিণত হয়েছে। দুই সাবেক নাম্বার ওয়ানের শেষ ১৯ বারের দেখায় ১৯ বারই জিতেছেন সেরেনা উইলিয়ামস। আর মোট ২২ বারের দেখায় ২০ বার জিতেছেন মার্কিন তারকা। সেই ২০০৪ সালে উইম্বলডনের ফাইনালে শেষবার সেরেনার বিপক্ষে হেসেছিল শারাপোভার টেনিস র‌্যাকেট। আর গতকালও তার ব্যতিক্রম হয়নি। ইউএস ওপেনের শুরুর দিনে প্রথম রাউন্ডে শারাপোভাকে সরাসরি ৬-১, ৬-১ সেটে হারিয়ে উড়ন্ত সূচনা করলেন ২৩ বারের গ্রান্ডস্লাম জয়ী সেরেনা। গতকাল দুজনের লড়াইটির স্থায়িত্ব ছিল মাত্র ৫৯ মিনিট। মানে মাত্র এক ঘণ্টা। আর এই হারের ফলে এ বছরে টানা সপ্তমবারের মতো কোনো প্রতিযোগিতার শেষ ষোলতে ওঠার আগেই বিদায় নিতে হলো শারাপোভাকে। মেয়েদের এককের প্রথম রাউন্ডে আরো জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান নাম্বার ওয়ান টেনিসার অ্যাশলে বার্টি। কাজাখের টেনিসার জারিনা দিয়াসকে ১-৬, ৬-৩, ৬-২ সেটে হারিয়েছেন তিনি। আমেরিকান টেনিসার ও সিনসিনাটি ওপেনের চ্যাম্পিয়ন মেডিসন কিস জিতেছেন জাপানের মিসাকি দইয়ের বিপক্ষে। মিসাকিকে ৭-৫, ৬-০ সেটে হারিয়েছেন তিনি। অন্যদিকে অপ্রত্যাশিতভাবে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন কানাডিয়ান টেনিসার ইগুইন বুচার্ড। লাটভিয়ার টেনিসার আনাসতাসিজা সেভাসতোভার বিপক্ষে ৬-৩, ৬-৩ সেটে হেরে যান তিনি। তা ছাড়া দিনের অপর ম্যাচে আবার চমক দেখিয়েছেন বেলারুশের তরুণী আলিয়াকসান্দ্রা সাসনোভিচ। আমেরিকান টেনিসার জেনিফার ব্রাডিকে ৬-১, ৪-৬, ৬-০ সেটে হারান তিনি। ২০১৮ সালেও দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছিলেন তিনি। অন্যদিকে ছেলেদের এককে প্রথম রাউন্ডের বাধা পার করেছেন রজার ফেদেরার। ভারতের টেনিসার সুমিত নাগালকে ৪-৬, ৬-১, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন তিনি। স্পেনিশ টেনিসার রবার্তো বায়েনাকে ৬-৪, ৬-১, ৬-৪ সেটে হারিয়েছেন নাম্বার ওয়ান টেনিসার নোভাক জকোভিচ। তা ছাড়া আরো জয় পেয়েছেন ব্রিটিশ টেনিসার অ্যান্ডি মারে। ফ্রান্সের টেনিসার ইমরান সিবিল্লেকে ৬-০, ৬-১ সেটে হারান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App