×

শিক্ষা

মেডিকেলে ভর্তি: অনলাইনে আবেদন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ০৬:৩৫ পিএম

মেডিকেলে ভর্তি: অনলাইনে আবেদন শুরু

ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০২০) ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হয়।

আগ্রহী ভর্তিচ্ছুরা পরীক্ষা ফি বাবদ ১ হাজার টাকা প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে আগামী ১০ অক্টোবর (শুক্রবার) রাজধানীসহ সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আজ দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন নেয়া শুরু হয়েছে।

সূত্র জানায়, বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮ টি। এর মধ্যে ৩ হাজার ৯৬৬টি সাধারণ আসন, ৮২টি মুক্তিযোদ্ধা কোটা ও ২০টি উপজাতি কোটা।

১০০ নম্বরের নৈর্ব্যত্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যায় ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App