×

খেলা

জিতলেই ফাইনালে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ০১:২৪ পিএম

জিতলেই ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা। এই ম্যাচটি জিতলেই ফাইনালে অংশগ্রহণ একপ্রকার নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিদের। কিশোরদের কোচ মোস্তফা আনোয়ার পারভেজও চান নেপালের বিপক্ষে জিতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে অংশগ্রহণ চূড়ান্ত করে রাখতে। অধিনায়ক রাকিবুল ইসলামও নেপালকে হারানোর ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। ম্যাচটির ভেন্যু পশ্চিম বাংলার নদীয়ার কল্যাণী স্টেডিয়াম। আর খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। এ ছাড়া আজ আরো একটি ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচটিতে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচটিও হবে একই ভেন্যুতে। আর খেলাটি শুরু হবে বেলা ১২টায়। কিশোরদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে ফাইনালে টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির শিরোপা জেতে বাংলাদেশের কিশোররা। তাই এবার লাল-সবুজের প্রতিনিধিদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। শিরোপা ধরে রাখার মিশনে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। পরের ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কার মুখোমুখি হয় রাকিবুল ইসলামের দল। ম্যাচটিতে বাংলাদেশের কিশোররা পায় ৭-১ গোলের দাপুটে জয়। আর এই জয়ে ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে যায় কোচ মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। এবার জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করার পালা। এবারের অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রাথমিক পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল পাবে স্বপ্নের ফাইনালের টিকেট। আর ফাইনালে যাওয়ার এই লড়াইয়ে এখন দ্বিতীয় স্থানে আছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এ পর্যন্ত খেলা ২ ম্যাচের ২টিতেই জয় পেয়েছে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। তাদের পয়েন্ট ৬। স্বাগতিক ভারতও ২ ম্যাচের দুটিতে জিতেছে। তাদের নামের পাশেও আছে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে রাকিবুলদের চেয়ে এগিয়ে আছে স্বাগতিকরা। তাই ভারতের অবস্থান টেবিলের শীর্ষে। ভূটান এ পর্যন্ত খেলা ৩ ম্যাচের একটিতেও জিতেনি। তারা টুর্নামেন্ট থেকে এরমধ্যেই ছিটকে পড়েছে। শ্রীলঙ্কা ৩ ম্যাচের ১টিতে জিতেছে। আর নেপাল জিতেছে ২ ম্যাচের ১টিতে। পয়েন্ট টেবিলে এখন নেপালের অবস্থান তৃতীয় স্থানে। তাদের সামনে এখনো ফাইনালে যাওয়ার সুযোগ আছে। তবে সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা গোল ব্যবধানে এখন বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে আছে তারা। বাংলাদেশের সঙ্গে নেপালের গোল ব্যবধান ১২। এ ছাড়া আজকের ম্যাচে ডিপেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে হারলেই ফাইনালে উঠার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যাবে নেপালের। এদিকে প্রথম দুটি ম্যাচে বড় জয় পেলেও সহজ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় কিছুটা হতাশ বাংলাদেশের কিশোরদের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ। গতকাল সাংবাদিকদের তিনি বলেন, আমি ছেলেদের পারফরমেন্সে সন্তুষ্ট। প্রথম দুটি ম্যাচেই তারা দাপুটে জয় পেয়েছে। ভুটানের তুলনায় শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছে। জয়ও পেয়েছে বড় ব্যবধানে। তবে এরপরও আমি কিছুটা হতাশ। কারণ সহজ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া হয়েছে। আমরা এখানে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এসেছি। তাই কোনো ভুল করা যাবে না। আশা করি, পরের ম্যাচগুলোতে ছেলেরা আরো নিখুঁত ও গোছানো ফুটবল খেলবে। শ্রীলঙ্কার বিপক্ষে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল। তিনিও নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App