×

পুরনো খবর

চোখের চিকিৎসায় কন্টাক্ট লেন্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ০৩:৩৬ পিএম

চোখের চিকিৎসায় কন্টাক্ট লেন্স
কন্টাক্ট লেন্স কী? এটা এমন একটি লেন্স, যা চোখের কালো মণির সামনে লাগিয়ে চোখের দৃষ্টিস্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসাতেও কন্টাক্ট লেন্স ব্যবহার হয়। কন্টাক্ট লেন্সের ব্যবহার # যারা চশমা পরতে চান না তারা পাওয়ার যুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস অ্যাসটিগমেটিক সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়। # যাদের কালো মণিতে পুরনো ঘা আছে, চোখ খোলা-বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন। # চোখে চুন পড়লে বিভিন্ন রকম ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেয়া যেতে পারে। # কালো মণির পুরনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে। # জন্মগত চোখের ক্রটির জন্য যারা আলোর প্রতি বেশি সংবেদনশীল, আলোতে যেতে পারে না, তারাও বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। # ফ্যাশন সচেতন মানুষ রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখের আকর্ষণ বাড়াতে পারেন। কন্টাক্ট লেন্সের ধরন লেন্স সাধারণত তিন ধরনের হয়। * হার্ড কন্টাক্ট লেন্স * আরজিপি কন্টাক্ট লেন্স * সফট কন্টাক্ট লেন্স ব্যবহারবিধি # প্রথমত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না। # কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে। # মেয়াদোত্তীর্ণ তরল ব্যবহার করবেন না। # বেশি পুরনো হয়ে গেলে কন্টাক্ট লেন্স পরিবর্তন করবেন। # হার্ড কন্টাক্ট লেন্স বেশিক্ষণ ব্যবহার করা উচিত নয়। প্রয়োজনে দৈনিক অল্প সময় (৩-৪ ঘণ্টা) ব্যবহার করা যায়। # আরজিপি এবং সফট কন্টাক্ট লেন্স ১৫-২০ ঘণ্টা ব্যবহার করা যায়। # প্রতি ২৪ ঘণ্টা পরপর নির্দিষ্ট তরল বা সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করা উত্তম। # কন্টাক্ট লেন্স ব্যবহার করা অবস্থায় চোখ লাল হলে লেন্স খুলে ফেলতে হবে এবং ত্বরিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কন্টাক্ট লেন্সজনিত সমস্যা # লেন্স পরিষ্কার করার তরলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, তা চোখে এলার্জি করতে পারে। # চোখের কালো মণিতে পানি জমে, পরবর্তী সময়ে ঘা হতে পারে। # কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী অ্যাসটিগমেটিজম বা দৃষ্টিস্বল্পতা হতে পারে। # লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে। পরিশেষে বলতে হয়, চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক জনপ্রিয়। ডাক্তারের পরামর্শে, ব্যবহারবিধি মেনে চলে লেন্স ব্যবহার করলে কন্টাক্ট লেন্সজনিত চোখের সমস্যা দেখা যায় না এবং লেন্স ব্যবহার অনেক আরামদায়ক হয়। জুনিয়র কনসালট্যান্ট চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App