×

খেলা

সাকিবের দ্বারস্থ বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ০৩:৩৯ পিএম

ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত দ্বাদশ বিশ্বকাপে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরমেন্সের কথা ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে চিরকাল। ওই আসরে ব্যাটে-বলে সাকিব ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে করেছেন ৬০৬ রান। আর বল হাতে পেয়েছেন ১১ উইকেট। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ব্যাটে-বলে এমন অসাধারণ পারফরমেন্সে সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, কিংবদন্তিদের কাতারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ব্যাটে-বলে দুর্দান্ত পারফরমেন্স করলেও তার সতীর্থরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। আর এ কারণেই ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে প্রত্যাশিত ফলাফল পায়নি বাংলাদেশ দল। এটি বিবেচনা করেই বিদেশের মাটিতে কীভাবে আরো ভালো ফলাফল অর্জন করা সম্ভব সে বিষয়ে জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের পরামর্শ ও তার চাহিদা জানতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বাদশ বিশ্বকাপের পর থেকেই ছুটিতে ছিলেন সাকিব। খেলেননি গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে। তবে সামনেই টেস্ট ও টি-টোয়েন্টিতে টাইগারদের ব্যস্ত শিডিউল। সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। তারপরই প্রথমবারের মতো চালু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু হবে টাইগারদের। আর এমন অবস্থায় অধিনায়ক সাকিবের ছুটিতে থাকা তো চলে না। এ ছাড়া তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেও কথা। তাই প্রায় এক মাসের বিশ্রামের পর গত পরশু (শনিবার) থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। সাকিব বেশ কিছুদিন ধরেই ক্রিকেট থেকে দূরে আছেন। বিশ্রামে থাকায় বোর্ড কর্তাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি তার। তাই অনুশীলনে এসেই মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। এই আলোচনায় সাকিব ছাড়াও ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সেখানে দেশের বাইরে ভালো করতে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের পরামর্শ ও তার কী চাহিদা সে সম্পর্কে জানতে চায় বোর্ড। সভা শেষে আকরাম খান জানান, আগামী দিনের পরিকল্পনা ঠিক করতে প্রাথমিক কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিশ^কাপের পর আমাদের কোচিং প্যানেলে অনেক পরিবর্তন এসেছে। নির্বাচক, অধিনায়ক, কোচ আমরা সবাই আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা করেছি। তিনি আরো বলেন, আলোচনার মূল বিষয় ছিল কীভাবে দেশে ও বিদেশে সমানতালে ভালো করা যায় সেটা। আগে আমরা দেশের মাটিতে কীভাবে ভালো করা যায় সেটাতেই বেশি জোর দিতাম। এখন দেশের বাইরে কীভাবে ভালো করা যায় সেটা নিয়েও ভাবছি। এ ব্যাপারে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের মতামত শুনেছি এবং তার চাহিদাগুলোও জেনেছি। অবশ্য সাকিব কী বলেছেন সেটা জানাননি আকরাম। দেশের বাইরে বাংলাদেশের পারফরমেন্সের উন্নতি নিয়ে নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চিন্তা ও ভাবনাগুলো ভালো লেগেছে বলে উল্লেখ করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানান, দেশে ও দেশের বাইরে আমরা সমানতালে এগুতে চাই। দেশে যেমন ভালো খেলি, দেশের বাইরেও তেমন ভালো খেলতে হবে। ডমিঙ্গো বেশ গভীরভাবে এ ব্যাপারগুলো নিয়ে ভাবছেন। তিনি নির্বাচকদের কথা শুনেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App