×

জাতীয়

শাহ আমানতে ৫৪৭ কার্টন সিগারেট আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ০৭:২৮ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪৭ কার্টন সিগারেটের চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। গতকাল সোমবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব সিগারেট উদ্ধার হয়। এ সময় শাওমি ব্র্র্র্যান্ডের ২০টি মোবাইল সেটও উদ্ধার করা হয়। কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর যাত্রীরা কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলেন। প্রতিটি ব্যাগেজ স্ক্যানিং করা হচ্ছে দেখে ধরা পড়ার ভয়ে ব্যাগ রেখে সটকে পড়েন সিগারেট চালানের মালিক। পরে ব্যাগেজ খুলে কাস্টমস কর্মকর্তারা এসব সিগারেট উদ্ধার করেন। যার মূল্য ৮ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টম হাউজের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট শাখার সহকারী কমিশনার আমিনুল ইসলাম জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে সিগারেটের ওই চালানটি আসে। এদিকে গতকাল সোমবার নগরীর জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৬৭ বোতল ফেনসিডিলসহ আবু বক্কর শাহীন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করে র‌্যাব। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি জিপে (ঢাকা মেট্টো-ঘ ১১-৯৪৮২) তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। শাহীন কুমিল্লা জেলার নাঙ্গলকোট শরিফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন জানান তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কৌশলে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে পৌঁছে দিতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App