×

আন্তর্জাতিক

আমাজনের আগুন নেভাতে জি-৭ দিল ২২ মিলিয়ন ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ০৭:২৭ পিএম

আমাজনের আগুন নেভাতে জি-৭ দিল ২২ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

আমাজনের আগুন নেভাতে জি-৭ দিল ২২ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ আমাজনের আগুন নিয়ন্ত্রণে ২২ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। সোমবার জলবায়ু পরিবর্তন নিয়ে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন জোটটির নেতারা। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জোটটির নেতারা ভয়াবহ আগুনের কবলে ক্ষতিগ্রস্ত বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বন আমাজনকে রক্ষায় এ পদক্ষেপ নিয়েছেন। তবে ওই বৈঠকে অংশ নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জলবায়ু পরিবর্তন বিষয়ক ওই বৈঠকের পর আমাজনকে রক্ষায় জোটের পক্ষে অর্থ সহায়তা দেয়ার ঘোষণাটি দেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। তিনি বলেন, বরাদ্দকৃত এই অর্থ খুব শিগগিরই প্রদান করা হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, আমাজনের আগুন নিয়ন্ত্রণে তার দেশ সামরিক সহায়তাও দেবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আমাজনে আগুন লাগার পর ম্যাঁক্রো বিষয়টিকে আন্তর্জাতিক সঙ্কট বলে অভিহিত করেন।

ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউট (ইনপে) জানিয়েছে, আমাজনে এবার রেকর্ড পরিমাণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার বেশিরভাগ ব্রাজিল অংশে। আমাজনের আগুন নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়ার কারণে ব্রাজিল সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে সমালোচনা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App