×

তথ্যপ্রযুক্তি

হ্যাকের ঝুঁকিতে আইফোন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০৪:৪৫ পিএম

হ্যাকের ঝুঁকিতে আইফোন!
অ্যাপলের সর্বশেষ আইওএস সংস্করণ ১২.৪ এ কিছু ত্রু টি রয়েছে। এই ত্রু টির কারণে হ্যাকিং ঝুঁকিতে রয়েছে আইফোন। এর আগের আইওএস ১২.৩ সংস্করণে ত্রু টিটি সারানো হয়েছিল। কিন্তু নতুন সংস্করণে সেটি থেকে গেছে। ফলে যেসব আইফোনে আইওএস ১২.৪ সংস্করণটি আপডেট করা হয়েছে সেগুলো ঝুঁকিতে পড়েছে বলে জানা যাচ্ছে। মাদারবোর্ডের নিরাপত্ত দিতে কাজ করা প্রতিষ্ঠান ইতোমধ্যে আইএওস ১২.৪ এর এই ত্রু টি সামাল দিতে একটি জেলব্রেক উন্মুক্ত করেছে। ইতোমধ্যে সেটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম গিটহাবে উন্মুক্ত করা হয়েছে। এর ফলে এখন আইওএস ১২.৪ সংস্করণ ব্যবহারকারীরা গিটহাব থেকে জেলব্রেকটি নিয়ে ব্যবহার করতে পারছেন। বেশ কয়েকজন জেলব্রেক ব্যবহারকারী জানিয়েছেন তারা সেটি সফলভাবে তাদের আইফোনে ব্যবহার করতে পারছেন। জেলব্রেক আইওএস ডিভাইসকে কাস্টমাইজ করতে সহায়তা করে। ফলে অসমর্থিত অ্যাপগুলো চালাতে পারে ব্যবহারকারীরা। অ্যাপল কখনো তাদের আইওএস প্ল্যাটফর্মে অসমর্থিত অ্যাপের সমর্থন দেয় না। যার কারণে আইওএস ডিভাইস আরো নিরাপদ হয়। এর আগে অ্যাপলের ১২.৩ আইওএস সংস্করণে এই ত্রু টি দেখতে পায় গুগলের একজন ডেভেলপার। পরে ত্রু টিটি সারায় অ্যাপল। ধারণা করা হচ্ছে, ত্রু টি সারিয়ে আগামী দু-একদিনের মধ্যে অ্যাপল আইওএস ১২.৪.১ সংস্করণ বাজারে ছাড়বে। ডটনেট ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App