×

বিনোদন

সাড়া ফেলেনি ঈদের নতুন গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০২:৫৮ পিএম

সাড়া ফেলেনি ঈদের নতুন গান
ঈদ এলে এখন আর নতুন অ্যালবাম কেনার জন্য ক্যাসেট কিংবা সিডির দোকানে ভিড় করেন না কেউ। প্রযুক্তির এই যুগে হাজারো গান এখন অনলাইন দুনিয়ায়। ঈদকে ঘিরে নতুন গান প্রকাশ হচ্ছে ঠিকই, তবে ঠিক যেন জমছে না। আগে যেন ঈদে নতুন জামা কেনার সঙ্গে নতুন গানের খোঁজ করা, অ্যালবাম কেনা মিলেমিশে একাকার ছিল। এখন অনেকে হয়তো খোঁজই রাখছেন না নতুন কী গান প্রকাশ হলো। তবে যারা অনলাইনে গান শোনেন, তারা ঠিকই অনলাইনে খুঁজে নিচ্ছেন নতুন গান। কিন্তু কতটা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে নতুন গান? প্রতিবারই ঈদে প্রকাশ হয় শতাধিক নতুন গান। এর বেশিরভাগই এখন প্রকাশ হয় অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে। এখন গানের সঙ্গে সমানতালে প্রকাশ পায় ভিডিও। কোনো ক্ষেত্রে গানের আগেই ভিডিও নির্মিত হয়ে যায় বলে এক ধরনের সমালোচনাও রয়েছে। গত কয়েক বছরের মতো এবারো সর্বাধিক অ্যালবাম ও একক গানের অডিও-ভিডিও প্রকাশ করছে জি-সিরিজ। তাদের ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ছিল ক্লোজআপ-ওয়ান তারকা রাজিবের গাওয়া একক গান ‘একদিন বৃষ্টির শহরে’। কবি ও কথাশিল্পী মুস্তাফিজ শফির লেখা এই গানের সুর করেছেন লুৎফর হাসান। রাজিবের একক গান ছাড়াও জি-সিরিজ প্রকাশ করছে কণ্ঠশিল্পী কনার ‘মুখোমুখি’, অপূর্ব অপুর ‘উজান গাঙ্গের নাও’, শাকিলের ‘প্রেমের সাগর’, পূর্ণ মিলনের ‘নালিশ’, তপুর সঙ্গীতায়োজনে সমুদ্র ব্যান্ডের কাভার সং ‘যাত্রী’, কায়েস চৌধুরীর ‘চাইলে এনে দেব’, তৌফিক সারোয়ারের ‘দেয়াল’, ত্রিতাল ব্যান্ডের ‘সাদা কালো’, আরিয়ান মাহমুদের ‘অকারণে’, এফ এ সুমন ও মায়ার দ্বৈত গান ‘পরাণ যায় রে যায়’, হৃদয় খানের ‘এত কিছু বোঝো তুমি’সহ আরো বেশকিছু শিল্পী এবং ব্যান্ডের গানের লিরিক্যাল ও মিউজিক ভিডিও। লেজার ভিশনের এবারের ঈদ আয়োজনে ছিল বেলাল খান ও সনিয়া রমার দ্বৈত গান ‘তোর পিরিতে’, শাকিল খানের ‘আমি জানতাম’, লোপা হোসেনের ‘বৃষ্টি’, ইকবাল পিন্টুর ‘হয়নি আগে’, এফ এ সুমনের ‘জনরে আয়’, স্বরলিপির ‘এইতো বেশ আছি’, চাইম ব্যান্ডের জনপ্রিয় শিল্পী খালিদের ‘বৃষ্টি’সহ আরো বেশ কিছু একক ও দ্বৈত গান। ঈদে সাউন্ডটেক প্রকাশ করেছে মনির খান ও রিজিয়া পারভীনের দ্বৈত গান ‘রিমঝিম বৃষ্টি’, হাসান আবিদুর রেজা জুয়েল ও আলম আরা মিনুর ‘পৃথিবীর সব’ এবং কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর দ্বৈত গান ‘সূর্য ডুবে গেলে’। এর পাশাপাশি একক গানের তালিকায় রয়েছে ডলি সায়ন্তনীর ‘আঙ্গুলও কাটিয়া’, সালমার ‘আউলা প্রেমের বাউলা বাতাস’, টুম্পার ‘বন্ধুরে’সহ বেশকিছু গানের অডিও এবং ভিডিও। মিউজিক ইন্ডাস্ট্রিতে আসিফ আকবরের গানের প্রতি এক শ্রেণির শ্রোতার আগ্রহ রয়েছে। এবারের ঈদে আসিফের ‘দেবদাস’ গানের ভিডিও কিছুটা আলোচনা তৈরি করেছে। এর পাশাপাশি আসিফের ‘আমি তুমিময়’ গানটিও দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে। ন্যান্সির গাওয়া ভিন্ন ধাঁচের গান ‘জানি না কোন কারণে’ প্রশংসিত হয়েছে। শুভমিতার সঙ্গে ইমরানের গাওয়া ‘ক্ষয়’ এবং কোনালের সঙ্গে গাওয়া ‘মন ছুটে যায়’ দ্বৈত গান দুটিও প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়া শতাধিক গানের মধ্যে কর্নিয়ার ‘হয়নি বলা ভালোবাসি’, কনার ‘মুখোমুখি’ ও ‘আমার ভালোবাসা’, ঐশীর ‘যদি আমি না থাকি’ ও ‘সত্যি করে বল’ গানগুলোও আলোচিত হয়েছে। অনলাইন দুনিয়ায় তারকাখ্যাতি পাওয়া মাহতিম শাকিবের ‘তোকে যখন মনে পড়ে’ গানটি খুব বেশি আলোচনা তৈরি করতে পারেনি। ঈদে প্রকাশিত নিরীক্ষাধর্মী কাজের মধ্যে প্রশংসা পেয়েছে কাঙালিনি সুফিয়া, কনা, মার্সেল ও হৃদি শেখের সম্মিলিত আয়োজন ‘প্রেমিক বাঙাল’। ঈদে জনপ্রিয় শিল্পী হাবিবের নিজের কোনো গান না প্রকাশ পেলেও নবীন শিল্পী তারিকের গাওয়া ‘অভিমানী প্রেম’ গানটি প্রকাশ হয়েছে হাবিবের সঙ্গীতায়োজনে। ঈদে কয়েকজন শিল্পী নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। যার মধ্যে কাজী শুভর ‘আছি কত সুখে’, ‘কত ভালোবাসি তোকে’, সালমার ‘আউলা প্রেমের বাউলা বাতাস’, তানযীব সারোয়ারের ‘চলো বৃষ্টিতে’, ফজলুর রহমান বাবুর ‘পাঠাইলা কেন সংসারে’, আরেফিন রুমির ‘হৃদয় জানে’, এফ এ সুমনের ‘জানরে আয়’, ইমন খানের ‘চন্দ্রমুখী’ উল্লেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App