×

তথ্যপ্রযুক্তি

বিশ্বের প্রথম ৫জি প্রযুক্তির ভ্রাম্যমাণ হোটেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১২:২১ পিএম

বিশ্বের প্রথম ৫জি প্রযুক্তির ভ্রাম্যমাণ হোটেল
প্রযুক্তিপ্রেমী ভ্রমণকারীদের জন্যে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত বিলাসবহুল ভ্রাম্যমাণ হোটেল নির্মাণ করল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। অস্ট্রেলিয়াতে চালু হওয়া বিশ্বের সর্বপ্রথম এই ৫জি প্রযুক্তিনির্ভর ভ্রাম্যমাণ স্মার্ট হোটেলটি মূলত একটি অব্যবহৃত শিপিং কন্টেইনারকে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতের হোটেলের আদলে গড়ে তোলা হয়েছে। ৫জি নেটওয়ার্ক আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে ভ্রমণে আবাসন সুবিধার ক্ষেত্রে কী কী পরিবর্তন আনতে যাচ্ছে তারই একটি স্বরূপ তুলে ধরার লক্ষ্যে ভ্রাম্যমাণ ৫জি স্মার্ট হোটেল নির্মাণ করল অপো। পুরো হোটেলটিতেই রয়েছে অপো রেনো স্মার্টফোনের নানাবিধ প্রযুক্তির ব্যবহার। এ ছাড়াও এতে থাকছে ৫জি নেটওয়ার্ক এবং সর্বাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। ভ্রাম্যমাণ এই হোটেলটি আগামী বেশ কয়েকমাস ঘুরে বেড়াবে অস্ট্রেলিয়ার নানা প্রদেশে। সর্বপ্রথম যাত্রায় এই ভ্রাম্যমাণ হোটেলের সেবা পাওয়া যাবে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের ‘হোম অব দ্য আর্টস’ হোটায়। এই হোটেলে থাকছে স্মার্টফোন ব্র্যান্ডটির উদ্ভাবিত নানা প্রযুক্তির মিশেলে তৈরি দারুণ সব আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম। হ ডটনেট ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App