×

খেলা

ফিটনেস ও কৌশলে গুরুত্বারোপ জেমির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১১:৫৩ এএম

ফিটনেস ও কৌশলে গুরুত্বারোপ জেমির
কাতার বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রস্তুতির আবাসিক ক্যাম্প শুরু করেছেন জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে। ৩১ আগস্ট পর্যন্ত চলা ক্যাম্পে ফিটনেস ও ট্যাকটিক্যাল বিষয়ের ওপর জোর দিচ্ছেন ইংলিশ কোচ। গতকাল সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। প্রাথমিক ক্যাম্পে প্রথমে ২৫ জনের নাম ঘোষিত হলেও কোচ নতুন তালিকায় যোগ করেছেন আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলকে। প্রথম তালিকায় ছিলেন তিন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও শহিদুল আলম সোহেল। হিমেলকে ডাকায় জেমির হাতে এখন গোলপোস্টের অতন্ত্রপ্রহরী ৪ জন। একজনকে মাইনাস করেই তাকে বেছে নিতে হবে সেরা তিনজনকে। ২৬ জন থেকে ৩ জন বাদ দিয়ে কোচ ১ সেপ্টেম্বর উড়াল দেবেন তাজিকিস্তানের পথে। প্রস্তুতি ক্যাম্প ২৬ জনের হলেও আবাহনীর ৭ ফুটবলার ছাড়া আপাতত ১৯ জনকে পেয়েছেন জেমি ডে। ২৮ আগস্ট এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দেবেন আবাহনীতে থাকা ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। কিন্তু জেমি ডের সব ভাবনা এখন আফগানদের বিপক্ষে ম্যাচ নিয়ে। শুরুতে বাংলাদেশ কোচ জেমি ডে জোর দিচ্ছেন ফিটনেসের ওপর। তিনি বলেছেন, শুরুতে আমরা ফিটনেসের দিকে মনোযোগ দেব। আমরা কী করতে চাই, সেটা এর মধ্যেই নির্ধারণ করব। আফগানিস্তান ম্যাচের আগে আমরা তিন সপ্তাহ সময় পাচ্ছি। দ্বিতীয় সপ্তাহ থেকে ট্যাকটিক্যাল সাইড নিয়ে কাজ করব। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২ নম্বরে, আর আফগানিস্তান ১৪৯। শারীরিক দিক দিয়েও দুদলের মধ্যে অনেক ব্যবধান। আফগান ফুটবলাররা বেশিরভাগই খেলেন জার্মানির মাইনর লিগে। এ দলটির খেলোয়াড়দের শারীরিক গঠনও বাংলাদেশের ফুটবলারদের চেয়ে অনেক ভালো। তবে এসব নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক জামাল ভঁ‚ইয়া, আপনি দেখেন বিশে^র সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তার উচ্চতাও কিন্তু বেশি না। তাই এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা আফগানদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। আবাহনীর ৭ ফুটবলার ক্যাম্পে যোগ দেয়ার পর পুরো দলকে নিয়ে ঢাকায় মাত্র দুদিন অনুশীলনের সুযোগ পাবেন জেমি ডে। ১ সেপ্টেম্বর ২৩ ফুটবলার নিয়ে তাজিকিস্তান রওনা হবেন তিনি। সেখানে ১০ দিন কন্ডিশনিং ক্যাম্প এবং স্থানীয় দুটি ক্লাব দলের বিপক্ষে ৩ ও ৫ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশনাবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বিশ^কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে জামালরা। ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ আফগানিস্তান, কাতার, ভারত ও ওমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App