×

জাতীয়

নাটকের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু বিটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০৬:১৬ পিএম

গুজব ছড়িয়ে সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নাটকের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বিটা’। ‘অবিরোধ’ প্রোগ্রামের আওতায় সহিংসতা প্রতিরোধে নাটকের মাধ্যমে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা এবং অসাম্প্রদায়িক মনোভাব গঠনমূলক এ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। গতকাল রবিবার দুপুরে নগরীর একটি হোটেলে বিটা মতাদর্শিক সহিংসতা প্রতিরোধে ‘নাটকের মাধ্যমে শিক্ষা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন বিএড কলেজের সাবেক শিক্ষক শামসুদ্দিন শিশির এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রামার তাপস কুমার সাহা। সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গুজব ছড়িয়ে সহিংস চরমপন্থার দ্রুত বৃদ্ধি আর্থ-সামাজিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এ ধরনের কর্মকাণ্ডে তরুণরা সবচেয়ে বেশি জড়িয়ে পড়ছে। গত কয়েক বছরের পর্যবেক্ষণে দেখা গেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরাই সহিংস চরমপন্থিদের মূল লক্ষ্যবস্তু এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বিভ্রান্তিকর ও ভুল তথ্য এবং গুজব ছড়িয়ে তরুণদের বিপথগামী করছে। বিটার ম্যানেজার (প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্স ও মনিটরিং) হারুন-উর রশিদের সভাপতিত্বে সভায় প্রকল্প কার্যক্রম-বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিটার প্রকল্প সমন্বয়ক বাপ্পা চৌধুরী। সভায় জানানো হয়, ইউএস এইড-এর আর্থিক সহায়তায় ‘অবিরোধ’ প্রোগ্রামের আওতায় চট্টগ্রাম শহরে ২০টি, সীতাকুণ্ড উপজেলায় ১০টি এবং হাটহাজারী উপজেলায় ১০টিসহ মোট ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী এক বছর মতাদর্শিক সহিংসতা প্রতিরোধে নাটকের মাধ্যমে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা এবং অসাম্প্রদায়িক মনোভাব গঠনমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। সভায় নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক অজিত কুমার আইচ ও পুলক দেবদাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App