×

আন্তর্জাতিক

ভারতের সাবেক মন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ০২:২২ পিএম

ভারতের সাবেক মন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন
ভারতের পার্লামেন্ট সদস্য ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি আর নেই। শনিবার বেলা ১২টা ৭ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। তার বয়স হয়েছিল ৬৬ বছর। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি হওয়া বিজেপি নেতা অরুণ জেটলি গত ৯ আগস্ট থেকে লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ, মায়াবতী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নীতীশ কুমার ও যোগী আদিত্যনাথের মতো রাজনৈতিক নেতারা । পেশায় আইনজীবী জেটলি ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুদায়িত্ব সামলান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App