×

খেলা

ব্যাটিংয়েও মনোযোগী তাইজুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ০৩:৩৯ পিএম

ব্যাটিংয়েও মনোযোগী তাইজুল
শুরু হয়ে গেছে প্রথমবারের মতো আয়োজিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। অধিকাংশ দলই এরইমধ্যে তাদের চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করে দিয়েছে। অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। ঘরের মাঠে ভারতকে আতিথেয়তা দিচ্ছে উইন্ডিজ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে শ্রীলঙ্কা। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু হবে আগামী নভেম্বরে। এর আগে সেপ্টেম্বরে নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে টাইগাররা। বাংলাদেশ দলের খেলোয়াড়রা এখন ব্যস্ত অনুশীলনে। আফগানদের বিপক্ষে ম্যাচসহ আরো নানান বিষয় নিয়ে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। টেস্টে অন্যান্য দেশের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাট থেকে কিছু রান আসে। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। বিপর্যয়ের মুখে ব্যাট হাতে দলের স্কোরে রান যোগ করতে বরাবরই ব্যর্থ হন তারা। তবে এ ক্ষেত্রে তাইজুল কিছুটা হলেও আলাদা। বিশেষ করে গত কয়েকটি টেস্টে দারুণ ব্যাটিং করতে দেখা গেছে তাকে। গতকাল সাংবাদিকরা তার কাছে ব্যাটিং নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা আছে কিনা জিজ্ঞেস করলে তাইজুল বলেন, আসলে ক্রিকেট একটি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা। এখানে টিকে থাকতে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করতে হয়। সত্যি বলতে, দলের কথা চিন্তা করে আমি বোলিংয়ের পাশাপাশি এখন ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করা যায় সেটা নিয়েও কাজ করছি। দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিংয়ে দেখা গেছে বেহাল দশা। অধিকাংশ ম্যাচেই প্রয়োজনের মুহূর্তে উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছেন টাইগার বোলাররা। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও বোলাররা ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেননি। এ বিষয়ে তাইজুলের মন্তব্য, বিশ্বকাপের ঠিক আগে আমরা ত্রিদেশীয় সিরিজ জিতেছিলাম। খারাপ সময় যেতেই পারে। তাই বলে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। আমরা আমাদের উন্নতির জন্য অনুশীলন ক্যাম্পে কাজ করছি। আশা করি, দ্রুতই আমরা নিজেদের সেরা ছন্দ ফিরে পাব। দ্বাদশ বিশ্বকাপে ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপের অসাধারণ পারফরমেন্স দিয়ে সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পেছনে সাকিবের না থাকাকে দায়ী করেন অনেকে। সত্যিকার অর্থেই সব ধরনের ক্রিকেটেই সাকিব বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাইজুলও সেটাই মনে করেন। তার মতে, সাকিব ভাই না থাকলে সব কাজই কঠিন হয়ে যায়। তিনি বোলিংয়ে আসলে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা বেশ সাবধানতার সঙ্গে ব্যাটিং করে। ফলে অন্য বোলারের জন্য উইকেট তুলে নেয়ার কাজটা সহজ হয়ে যায়। সাকিব ভাই বিশে^র সেরা অলরাউন্ডার। আর অনেক অভিজ্ঞ। আমাদের জন্য স্বস্তির বিষয় হচ্ছে সামনের সিরিজেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঘরের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে টাইগারদের প্রধান অস্ত্র স্পিন। অতীতে সবসময় এমনটিই দেখা গেছে। আফগান বধেও স্পিনকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেন, আমরা আসলে এখনো জানিনা যে কেমন উইকেট হবে। এটা দেখার দায়িত্ব ম্যানেজমেন্টের। তবে একজন স্পিনার হিসেবে আমি যেকোনো ধরনের উইকেটেই বোলিং করার জন্য নিজেকে প্রস্তুত করছি। অনন্য এক রেকর্ডকে সামনে রেখেই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচটি খেলতে নামবেন তাইজুল। এই টেস্টে মাত্র একটি উইকেট পেলেই দ্রুততম টাইগার বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এই স্পিনার। তাইজুল অবশ্য নিজের রেকর্ড নিয়ে ভাবছেন না। তার মাথায় এখন কেবল কীভাবে আফগানদের হারানো যায় সে চিন্তা। ২৭ বছর বয়সী এই স্পিনারের মতে, আফাগানিস্তান ক্রিকেটে অনেক উন্নতি করেছে। এখন আর তারা আগের মতো দুর্বল প্রতিপক্ষ নেই। তাই ম্যাচ জিততে হলে নিজেদের সেরাটা দিয়েই লড়তে হবে আমাদের। উল্লেখ্য, তাইজুল ইসলামের টেস্ট অভিষেক হয় ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর। ওই ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারে এ পর্যন্ত ২৪টি টেস্ট খেলেছেন তিনি। পেয়েছেন ৯৯ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ৩৪২ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App