×

খেলা

আজ বিশ্বকাপ প্রস্তুতি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ০৩:০২ পিএম

আজ বিশ্বকাপ প্রস্তুতি শুরু
আগামী ১০ সেপ্টেম্বর বিশ^কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি হবে তাজিকিস্তানের রাজধানী দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিকে সামনে রেখে আজ থেকে পুরোদমে অনুশীলন শুরু করবে কোচ জেমি ডের শিষ্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে সকাল ১০ টায়। প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রথমে ২৫ জনের নাম ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচ জেমি ডে গত ১৯ আগস্ট ছুটি কাটিয়ে ঢাকায় আসেন। এরপর বাফুফের সঙ্গে কথা বলে প্রাথমিক স্কোয়াডে আরো একজনের নাম যোগ করেন তিনি। ২৬তম সদস্য হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারের নাম মাজহারুল ইসলাম হিমেল। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে আরামবাগ ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন। স্কোয়াডে থাকা ২৬ জনের মধ্য থেকে ৩ জনকে বাদ দিয়ে আগামী ১ সেপ্টেম্বর তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। এদিকে প্রস্তুতি ক্যাম্প নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে জেমি ডে বলেন, প্রথম সপ্তাহে নিয়মিত রুটিনে ফেরার দিকে দৃষ্টি থাকবে। বেশি জোর দেয়া হবে ফিটনেসের দিকে। আফগানিস্তান ম্যাচের আগে সবকিছু ঠিকঠাক করে নেয়ার জন্য আমাদের হাতে ৩ সপ্তাহের মতো সময় আছে। দ্বিতীয় সপ্তাহে আমরা কৌশলগত দিকগুলো নিয়ে কাজ করব। শেষ মুহূর্তে হিমেল যোগ হওয়ায় এখন দলে গোলরক্ষক আছেন ৪ জন। এদের মধ্যে থেকে শেষ পর্যন্ত ৩ জনকে বেছে নেয়া হবে বলে জানিয়েছেন কোচ জেমি ডে। তার ভাষায়, আমি আগেও স্পষ্ট করেই বলেছি যে হিমেল খুব ছন্দে আছে। তার খেলা আমার ভালো লাগে। তাই তাকে দলে ডেকেছি। তবে এটাও ঠিক যে আমরা ৪ গোলরক্ষক নিতে পারব না। অর্থাৎ ৪ জনের মধ্যে ৩ জনকে বেছে নেয়া হবে। আর এই সিদ্ধান্তটা নেবেন গোলরক্ষকদের কোচ। গত বুধবার উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে ৪-৩ গোলের বড় ব্যবধানের জয় পায় ঢাকা আবাহনী। ওই ম্যাচে আকাশি-নীল জার্সিধারীদের হয়ে গোল করেন ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন ও সোহেল রানা। তাদের প্রশংসা করে জেমি ডে বলেন, আবাহনী জয় পাওয়ায় আমি খুব খুশি। সোহেল অসাধারণ একটি গোল করেছে। জীবনের গোলটিও দুর্দান্ত ছিল। দুজনই জাতীয় দলের ফুটবলার। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। কেননা, গোল পাওয়ায় অবশ্যই তাদের আত্মবিশ্বাস বেড়েছে। নিরাপত্তা শঙ্কার কারণেই আফগানিস্তানে খেলতে যেতে অসম্মতি জানায় বাংলাদেশ। এ কারণে নিজেদের হোম ভেন্যু হিসেবে তাজিকিস্তানের দুশানবের রিপাবলিকান স্টেডিয়ামকে বেছে নেয় আফগানরা। ম্যাচটি হবে টার্ফের মাঠে। এ বিষয়ে জেমি ডের মন্তব্য, আফগানিস্তান হোম ভেন্যু হিসেবে টার্ফের মাঠ বেছে নিয়েছে। কিন্তু আমাদের খেলোয়াড়রা এ ধরনের মাঠে খেলে অভ্যস্ত নয়। তবে আমরা সেটাকে সমস্যা হিসেবে দাঁড় করাতে চাই না। তাজিকিস্তান গিয়ে ম্যাচের আগে পর্যন্ত টার্ফে নিজেদের অভ্যস্ত করে তুলব। আমরা চেষ্টা করব যেখানে খেলা হবে সেখানেই ৫/৬ দিন অনুশীলন করার। আশা করি, এতে খেলোয়াড়রা টার্ফের মাঠে খেলতে অভ্যস্ত হয়ে উঠবে। ফলে মাঠে কোনো সমস্যা দেখা দেবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App