×

জাতীয়

সারাদেশে সনাতন ধমাবলম্বীদের জন্মাষ্টমী পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ০২:২৭ পিএম

সারাদেশে সনাতন ধমাবলম্বীদের জন্মাষ্টমী পালিত
সারাদেশে সনাতন ধমাবলম্বীদের জন্মাষ্টমী পালিত
সারাদেশে সনাতন ধমাবলম্বীদের জন্মাষ্টমী পালিত
সারাদেশে সনাতন ধমাবলম্বীদের জন্মাষ্টমী পালিত
সারাদেশে সনাতন ধমাবলম্বীদের জন্মাষ্টমী পালিত
সারাদেশে সনাতন ধমাবলম্বীদের জন্মাষ্টমী পালিত
সারাদেশে সনাতন ধমাবলম্বীদের জন্মাষ্টমী পালিত
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে পালিত হচ্ছে সনাতন ধমাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশের সনাতন ধর্মাবলম্বীরা নানা আয়োজনে পালন করছে দিনটি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। বরিশাল ধর্মীয় উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বরিশালে পরমেশ্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পপতি বিজয় কৃষ্ণ দে। রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে আলোচকরা বলেন, অত্যাচার-অনাচারের কারণে পৃথিবীতে যখন ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটে। এসময় তিনি দুষ্টের দমন করে সমাজে শান্তি ফিরিয়ে আনেন। তেমনি এদেশে যারা অরাজকতা সৃষ্টি করে সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান বক্তারা। এসময় বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেমনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু. ডা. ভাস্কর সাহা, মৃনালকান্তি শাহা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতি নিয়ে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। আখাউড়া( ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাধমাধব আখড়া ও কেন্দ্রীয় মন্দির থেকে র‌্যালিটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল র‌্যালিটির উদ্বোধন করেন। র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, থানা অফিসার ইনচার্জ রসুল আহামেদ নিজামী, ওসি তদন্ত আরীফুল আমিন, রাধামাধব আখড়া ও কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি বিধান দাস, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, লোকনাথ সেবাশ্রম ও শান্তিবন মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি হিরালাল সাহা, হিন্দু -বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল প্রমুখ। ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সভায় আরো বক্তব্য দেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এফএম ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সংগঠনের নেতা মনোরঞ্জন সাহা, বাবু বিনয় কুমার সরকার, গোপাল চন্দ্র সরকার, শংকর কুমার সাহা, স্বপন কুমার সরকার, উত্তম কুমার সাহা ও বাবু অখিল কৃষ্ণ দাস। এছাড়াও ধুনট উপজেলায় সনাতন ধর্মালম্বীরা বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণে আবির্ভাব পূন্য তিথি উদযাপন করেছেন। মতলব উত্তর (চাঁদপুর) : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গাররচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরের আয়োজনে শুক্রবার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ছেঙ্গাররচর পৌরসভার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে থানা রোড ও উপজেলার বিভিন্ন গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরের সভাপতি শ্যামল কুমার বাড়ৈর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, জন্মাষ্টমী কমিটির সভাপতি রবীন্দ্র নারায়ণ রায়, শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরের সহ-সভপতি লিটন বর্মন, তপন শীল, পুজারী বলরাম গোস্বামী। এ সময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগ নেতা হাছান কাইয়ুম চৌধুরী, রাজিব রায়, ফুলচান বর্মন, প্রভাত বিশ্বাস, সুধীর দেবনাথ, নারায়ণ শীল, বাসু দাস, সোহাগ বাড়ৈ’সহ আরো অনেকে। ইউএনও শারমিন আক্তার বলেন, মানুষে-মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল শ্রীকৃষ্ণের একমাত্র লক্ষ্য। শ্রীকৃষ্ণ আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। ডোমার(নীলফামারী) : নীলফামারীর ডোমারে সনাতন ধর্মালম্বীরা শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় বিভিন্ন ভাবগাম্ভীর্যে দিবসটি পালিত হয়। শুক্রবার (২৩আগষ্ট) সকালে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে ডোমারে জন্মাষ্টমী উৎযাপন কমিটির ব্যানারে একটি শোভাযাত্রা ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গঁনে শ্রীকৃষ্ণের জন্মদিনের আলোচনা সভায় মিলিত হয়। সভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহন করেন,ডোমার উপজেলা জন্মাষ্টমী উৎযাপন কমিটির আহবায়ক বাবু মন্টু কুমার কুন্ডু, যুগ্ন আহবায়ক রামকৃষ্ণ বর্মন। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল,বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সভাপতি গোড়াচাদঁ অধিকারী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,ওসি মোস্তাফিজার রহমান,ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন,ওসি(তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা হিন্দু,বৌদ্ধ,খিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক বিজয় কুমার ঘোষ,হিন্দু মহাজোটের সভাপতি বানেশ্বর রায়,যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন,যুগ্ন আহবায়ক গনেশ কুমার আগরওয়ালা প্রমূখ।   পাইকগাছা (খুলনা) : মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মাঙ্গলিক শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে খুলনার পাইকগাছায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির চত্ত¡রে পরিষদের উপজেলা সভাপতি সমীরণ কুমার সাধু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের উপজেলা সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান মোড়ল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, পূজা পরিষদের জেলা নেতা সাধন ভদ্র, এড. চিত্ত রঞ্জন সরকার, সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, যুবলীগের উপজেলা আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, পাইকগাছা প্রেসক্লাবের সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন পুজা পরিষদের জেলা সহ-সভাপতি চম্পক কুমার পাল। পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পৌর কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, কবিতা দাশ, মনোহর চন্দ্র সানা, উত্তম সাধু, বিভুতি ভুষণ সানা, প্রাণ কৃষ্ণ দাশ, কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, উত্তম কুমার দাশ, সুনিল কুমার মন্ডল, বাবুরাম মন্ডল, জগদিশ রায়, সাংবাদিক বি সরকার ও স্নেহেন্দু বিকাশ, মৃত্যুঞ্জয় সরদার, দেবব্রত রায় দেবু, পিযুষ সাধু প্রমুখ। অনুষ্ঠানে গীতা পাঠ করেন স্বপন চক্রবর্তী। আলোচনা সভা শেষে মাঙ্গলিক শোভা যাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App