×

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ: রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ০৬:৩৯ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

কূটনৈতিক ব্যর্থতার কারণে সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কূটনৈতিকভাবে ব্যর্থ।’

আজ শুক্রবার এক বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার সকালে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মিছিলে যোগ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিচার বিভাগের ওপর সরকারের প্রভাবের কারণেই জামিন হচ্ছে না খালেদা জিয়ার।’ বিচার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় সরকার বিএনপির ওপর চাপাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কূটনৈতিক ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘ব্যর্থতা তো চারিদিকে। রোহিঙ্গা প্রত্যাবাসনে কিচ্ছু করতে পারেননি। তারপর আবার ধমক দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আরো দুর্ভোগ আছে। এত বন্ধু নাকি আপনাদের আছে, এত দিন ধরে তারা কেউ কিছু করতে পারল না? আপনাদের জন্য আজ এতগুলো মানুষের চাপ সহ্য করতে হচ্ছে। এত দিন হয়ে গেল, একটা মানুষ আপনারা ফেরত পাঠাতে পারলেন না। এ ব্যর্থতা তো চরম ব্যর্থতা। আপনারা কূটনৈতিকভাবে ব্যর্থ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App