×

জাতীয়

বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে : খালিদ মাহমুদ চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ০১:৫৯ পিএম

বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে : খালিদ মাহমুদ চৌধুরী
বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে : খালিদ মাহমুদ চৌধুরী
বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলেই উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আজকে যদি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকতো তাহলে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যেতে পারতো না। বাংলা ভাই সৃষ্টি হতো, মন্দিরে, মসজিদে হামলা হতো, আহসানুল্লা মাষ্টার হত্যাকান্ডেরমত হত্যাকান্ড হতে থাকতো। এটাই হচ্ছে ধর্মান্ধ গোষ্ঠীর কাজ, মৌলবাদের কাজ। মৌলবাদ নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার বিরল উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রধান ধর্মালোচক হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর আহ্বায়ক শ্রী সুকিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর, উপজেলা পূজা উদযাপন পরিষরে আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। জন্মষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক সুরজিৎ কুমার রায় বাবুল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সহ-সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান লিজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি যোগেন্দ্র নাথ রায়, পৌরসভার প্যানেল মেয়র চন্দ্র কান্ত রায় চন্ডি, ধর্মপুর ইউপি চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি অমূল্য কুমার রায় প্রমূখ। এর আগে সকালে প্রধান অতিথি উপজেলা পরিষদে পৌছে গার্ড অব অনার গ্রহণ করেন এবং জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে বিকালে প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের শুভ উদ্বোধন ও জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App