×

জাতীয়

আজ শুভ জন্মাষ্টমী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ১১:৩৯ এএম

আজ শুভ জন্মাষ্টমী
সেই সাড়ে ৫ হাজার বছর আগের দ্বাপর যুগের কথা। সেদিন ছিল ঘোর কৃষ্ণপক্ষ। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল অঝোর ধারায়। মুহুর্মুুহু বিজলির শব্দে ধরণী কাঁপছিল থরথর করে। এমনি ভয়ঙ্কর রাতে মথুরার অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিল এক শিশু। জন্মের পরই যাকে নিয়ে রাখা হয় গোকুলে নন্দ রাজার বাড়িতে। সনাতন ধর্মমতে, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্ম নেয়া ওই শিশুই পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। আজ শুক্রবার তার জন্মতিথি। হিন্দু ধর্মাবলম্বীরা তাই আজ দিনটি পালন করবেন শুভ জন্মাষ্টমী হিসেবে। হিন্দু পুরাণ মতে, অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম নেন বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী হন তিনি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় ‘জ্ঞানযোগ’ এ অবতাররূপে পৃথিবীতে আসার কারণ ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণ সখা পাণ্ডবপুত্র অর্জুনকে বলেন, ‘যদা যদা হি ধর্মস্য গ্লানিভর্বতি ভারত/ অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্/পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্/ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।’ অর্থাৎ যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখন স্বয়ং ভগবান পৃথিবীতে অবতার রূপে আবিভ’ত হন। এসে সাধুদের রক্ষা করেন, পাপীদের বিনাশ করেন এবং জগতে ধর্ম সংস্থাপন করেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। ঢাকাসহ সারাদেশে অনুষ্ঠানমালায় রয়েছে, জন্মাষ্টমীর শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা, আলোচনা সভা, নামসংকীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা, গীতিনৃত্য, নাটক প্রভৃতি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে হিন্দু স¤প্রদায়সহ দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিদ্যমান সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনকে আরো সুদৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের কাজে লাগাতে দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, প্রেমিক, রাজনীতিক ও সমাজসংস্কারক। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহ্য অব্যাহত রেখে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, মানুষে-মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল শ্রীকৃষ্ণের একমাত্র লক্ষ্য। শ্রীকৃষ্ণ আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। এদিকে জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারো মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুই দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। বিকাল ৩ টায় ঢাকেশ্বরী পলাশীর মোড় থেকে বের হবে জন্মাষ্টমীর ঐতিহাসিক মিছিল। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হবে বাহাদুর শাহ পার্কে। রাতে অনুষ্ঠিত হবে কৃষ্ণ পূজা। পহেলা সেপ্টেম্বর রবিবার ৪ টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া জন্মষ্টমী উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ইসকনসহ বিভিন্ন মন্দির বহুবিধ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App