×

সাময়িকী

সোনালী যুবক ও অন্য এক নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ০৬:১১ পিএম

মহাকাশ থেকে আলোকরশ্মি হাতের মুঠোয় এনে হৃদয় মন্দিরে প্রদীপ জ্বালিয়ে নিজেকেই পোড়াই। দহনের জলছাপ নিয়ে আঁকি ক্যানভাসে তোমাকে হৃদয় গভীরে যে খাদ তোমার সেখানে প্রেম ও পাপ সহাবস্থানে রেখে দিয়েছো আত্মা এবং প্রেতাত্মায়। একগামী সঙ্গমে লিপ্ত হতে হতে বিলীন হয়ে গেছি কেবল নতজানু হতে থাকি বৃক্ষটির কাছে প্রতিক্ষণ টের পাই ঘুণ ধরেছে প্রেমিকের আত্মার কুঠুরিতে শহীদ কাদরীর কবিতা পড়ে বিষন্নতা বাড়ায় যখন মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিকদের দলের একজন বৃক্ষটির বুক চিরে জলপ্রপাতের ধারা বইছিল যে সে জলের কোনো রঙ ছিল না ছিল তুমুল স্রোত শ্যাওলা ধরা দেয়ালে নোনা জলে ভেসে মৃত নারী সারাজীবন ধরে সে খুঁজেছিল সোনালী এক যুবক সোনালী যুবকের বুক চিরে দেখে অন্য এক নারী। তারপর সে একদিন মৃতদের মিছিলে যোগ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App