×

জাতীয়

সাভার ও সাতক্ষীরায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ১১:০০ পিএম

সাভার ও সাতক্ষীরায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

এডিস মশা।

সাভার ও সাতক্ষীরা জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাভারের মো. হানিফ (৩৯) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মৃত হানিফের ছোট ভাই আবু সাইম বিষয়টি নিশ্চিত করেন ।

নিহত হানিফ সাভারের টঙ্গাবাড়ি এলাকার মাফি ইসলামের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন বলে জানিয়েছে পরিবার।

নিহতের ছোট ভাই আবু সাইম জানান, ১৩ আগস্ট হানিফের জ্বর আসে। জ্বরের লক্ষণ দেখে ডেঙ্গু পরীক্ষার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা যায়।

এ নিয়ে এখন পর্যন্ত সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন রোগীর মৃত্যু হলো। ২৯ জুলাই এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জুয়েল মাহমুদ নয়ন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়। একই রোগে উখিংনু রাখাইন (১৯) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী মারা যান।

অপর দিকে সাতক্ষীরার কালিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে আলমগীর গাজী (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। এ প্রথম সাতক্ষীরার কোনো ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেল।

আলমগীর গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মৃত আলমগীর গাজীর ভাই সুজন গাজী জানান, আমার ভাই যশোরের একটি কওমি মাদ্রাসায় হাফেজি পড়ত। কয়েক দিন আগে সে জ্বরে আক্রান্ত হলে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষা তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর থেকে সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে খুলনায় রেফার করে। এরপর খুলনার গাজী মেডিকেল কলেজে নেয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। এরপর সকালে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা রেফার করা হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, আলমগীর গাজী নামে এক মাদ্রাসা ছাত্রকে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। এরপর তার কী হয়েছে তা আমি জানি না।

তিনি আরো জানান, সাতক্ষীরায় মোট ২৯২ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ২০৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App