×

সাময়িকী

শেকড়ের পথ বেয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ০৬:১৬ পিএম

দিনের অন্ধকার খুলে রাতের বিষন্ন যখনি বিদ্যুতের আলো জ্বালতে চেয়েছি- ঘুরে ঘুরে বেআব্রু করেছে হাওয়া, বুঝিয়েছে নিজস্ব আলো। দ্বিগুণ প্রবাহে খেলা করেছে আবেগ, বুঝিয়েছে, অনেকবার বুঝিয়েছে সরলতা বোকামো। বোঝেনি আমার শিশুমন। আমি যৌনতায় বুঝেছি কেবল নিজস্ব খাজুরাহো, হা হুতাশকে মনে হয়েছে সমুদ্র, আর ভালোবাসার আকাশে মেঘজীবন ভুলে আছড়ে পড়েছি জলধারায়। যখন কেউ কেউ বলেছে এসব প্রবাহ কাজে লাগাও, এ বিদ্যুৎ মজুত রাখো... সত্যি বুঝিনি তখনও সরল, প্রেমিকের বুকে কেবলি এঁকেছি আপন খাজুরাহো, সে সবই কল্পনার। অভাব ঢেকেছে শিশুমন ...

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App