×

খেলা

ফাইনালের পথে আবাহনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ১২:২১ পিএম

ফাইনালের পথে আবাহনী
এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে গতকাল উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের মুখোমুখি হয় বাংলাদেশের ঢাকা আবাহনী। ম্যাচটি আকাশি-নীল জার্সিধারীরা জিতেছে ৪-৩ গোলের ব্যবধানে। এই ম্যাচে ঢাকা আবাহনীর হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড সানডে চিজোভা। এ ছাড়া অপর গোল দুটি করেন সোহেল রানা ও নাবীব নেওয়াজ জীবন। অন্যদিকে এপ্রিল টোয়েন্টি ফাইভের পক্ষে জং হিয়ক চো সং রক পাক ও রিম চোল মিন গোল করেন। এ জয়ে টুর্নামেন্টের পরের রাউন্ডে উঠার পথে অনেকটাই এগিয়ে গেল কোচ মারিও লেমোসের শিষ্যরা। দুদলের মধ্যকার সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচটি হবে আগামী ২৮ আগস্ট উত্তর কোরিয়ায়। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন আবাহনীর খেলোয়াড়রা। এর ফল তারা পায় ম্যাচের ৩৩ মিনিটে। এ সময় ফরোয়ার্ড সোহেল রানার গোলে এগিয়ে (১-০) যায় স্বাগতিকরা। তবে পিছিয়ে পড়ার ২ মিনিট পরেই সমতায় (১-১) ফেরে এপ্রিল টোয়েন্টি ফাইভ। দলটির হয়ে গোল করেন জং হিয়ক চো। ম্যাচের ৩৭ মিনিটে নাবীব নেওয়াজ জীবন লক্ষ্যভেদ করলে আবারো এগিয়ে (২-১) যায় আবাহনী। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া সফরকারীরা সমতায় (২-২) ফেরে দ্বিতীয়ার্ধের নবম মিনিটে। এবার গোল করেন ফরোয়ার্ড রিম চোল মিন। তবে সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উত্তর কোরিয়ার ক্লাবটি। ৩ মিনিট পরেই সানডে চিজোভার গোলে এগিয়ে (৩-২) যায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আবাহনী। ম্যাচের ৬১ মিনিটে চিজোভা নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-২ এ। সে সঙ্গে জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় লেমোসের শিষ্যদের। উল্লেখ্য, এবারই প্রথম এএফসি কাপের দ্বিতীয় পর্ব বা আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আকাশি-নীল জার্সিধারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App