×

বিনোদন

‘টিয়ার গপ্পো’ নিয়ে বেলালের গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ০১:৩০ পিএম

‘টিয়ার গপ্পো’ নিয়ে বেলালের গান
ফয়েজ আহম্মদের ছড়া থেকে তৈরি হলো গান। আন্না পুনমের ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘টিয়ার গপ্পো’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানে গানটি ব্যবহৃত হবে চলচ্চিত্রের মূল বক্তব্য হিসেবে। সোহেল রানা বয়াতির সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। ‘টিয়ে তোর বাড়ি কোথা/টিয়ে রে টিয়ে রে রোজ দেখি আকাশে’ এমন কথার গানটির সঙ্গীত করেছেন এম এ রহমান। গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ধর্ষণ আমাদের দেশে এখন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটাই পদ্ধতি। তা হলো আমাদের মনোভাব পরিবর্তন করা। এমন বিষয়বস্তু নিয়েই চলচ্চিত্রটি নির্মিত এবং গানটি চলচ্চিত্রের মূল বক্তব্য উপস্থাপন করে। ভালো লাগছে এমন কাজের অংশ হতে পেরে। গত ২০ আগস্ট ঢালিউড মোশনের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App