×

সাময়িকী

আলোর মুরতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ০৬:১৮ পিএম

উৎসর্গ : কথাশিল্পী রিজিয়া রহমানকে এই শিল্পিত বোধের সারাটা উঠোনে চেতনার ঢেউয়ের দোলায় শব্দশৈলীতে সাজানো ডালায় খেলে যাও নদীর বুকে ঢেউ তুলে গল্পের বুননে ঐ নীল নীল আকাশের গায়। এই মায়াময় জগতে শব্দের গাঁথামালা হয়ে ভেসে বেড়াও সোহাগী মাটির প্রতিটি পরতে আদরের ভাঁজে ভাঁজে শিল্পের পরশ ডানায়। সেখানে ফুটে রয় যতো ফুল, যতো রং আর যতো শব্দ- প্রেমের হৃদয়ের কলি আর যতো না বলা কথার রক্ত ক্ষরণ। তোমারই চোখের তারায় জ্বলে জ্বলে ওঠে গতিময় শব্দের আলোকিত ঢেউ। এই সবুজের ঢল, এই সাগরের উদারতা এইসব স্বপ্নপুরাণের বাংলার পবিত্র পুঁথির পাতায় পাতায় ভোরের ডানা ঝাপটানো পাখি হয়ে তোমারই কল্পলোকে উর্বরা জমিনের সোনালি শব্দে আলোর মুরতি সেজে জেগে আছ বাংলার মানুষের অন্তরে জমিনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App