×

খেলা

অবসর নিচ্ছেন রোনালদো!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ০২:১৩ পিএম

দেখতে দেখতে বয়সটা ৩৫ ছুঁই ছুঁই করছে জুভেন্টাস ও পতুর্গাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে দেখে উপায় নেই বয়স এত হয়েছে। সেই ২০০৩ সালে মাত্র ১৮ বছরের মাথায় সুযোগ পান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে পেশাদারি ফুটবল খেলে গড়েছেন নানা রেকর্ড। তবে আগামী বছরই ইতি টানতে পারেন বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের। গতকাল পর্তুগালের টেলিভিশন চ্যানেল টিভি ওয়ানের সঙ্গে আলাপচারিতায় এমন তথ্য দেন তিনি। তবে তিনি এও জানিয়েছেন তার যে শারীরিক সক্ষমতা রয়েছে তাতে করে তিনি ৪০-৪১ বছর পর্যন্ত ফুটবল খেলে যেতে পারবেন। রোনালদো বলেন, আমি অবসর নিয়ে ভাবি না। তবে আগামী বছর আমি ফুটবল ছাড়তে পারি। কিন্তু আমি ইচ্ছে করলে ৪০ বছরের পরও ফুটবল খেলে যেতে পারব। আমি সব সময় বলি জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। আর আমি এটি সব সময় করে যেতে চাই। এদিকে পাঁচবারের ব্যালড ডি অর জয়ী রোনালদো নিজেকেই মনে করেন বিশে^র সবচেয়ে সেরা ফুটবলার। তিনি মনে করেন, তার সমকক্ষ কেউ নেই। এমনকি লিওনেল মেসিও। ‘পৃথিবীতে এমন কোন ফুটবলার আছে যার আমার থেকে বেশি রেকর্ড আছে? আমি মনে করি আমার চেয়ে বেশি রেকর্ড আছে’ এমন কোনো ফুটবলার নেই! বলেন রোনালদো। তার কথায় যুক্তিও আছে। চ্যাম্পিয়ন্স লিগে ১২৬টি গোল করেছেন তিনি, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। তা ছাড়া সব মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৬০০টিরও বেশি গোল। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। সেখানে গিয়েই ক্লাবটিকে সিরি আর শিরোপা জেতাতে সাহায্য করেন তিনি। গত মৌসুমে ক্লাবটির হয়ে ২১ গোল করেন এই ফরোয়ার্ড। তিনি বিশ্বের গুটিকয়েক খেলোয়াড়দের একজন যিনি তিনটি আলাদা দেশের হয়ে ঘরোয়া লিগের শিরোপা জিতেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App