×

পুরনো খবর

রাজ্জাকের নায়িকারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ০৩:৩২ পিএম

রাজ্জাকের নায়িকারা

‘অনন্ত প্রেম’ ছবির দৃশ্যে ববিতার সঙ্গে রাজ্জাক

রাজ্জাকের নায়িকারা

প্রয়াত নায়ক রাজ রাজ্জাক। ফাইল ছবি।

নায়করাজ রাজ্জাকের নায়িকা তালিকা থেকে বেছে নেয়া হলো ৫ নায়িকাকে
শাবানা শাবানার সঙ্গে নায়করাজের প্রথম সুপারহিট ছবি কাজী জহিরের ‘অবুঝ মন’। শাবানার প্রথম প্রযোজিত ছবি ‘মাটির ঘর’-এর নায়ক ছিলেন রাজ্জাক। এই জুটি সত্তর থেকে নব্বই- একটানা ছবি করেছেন। একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী এই দুই চিত্রতারকা। কবরী নায়করাজের পাশে সবচেয়ে বেশি উচ্চারিত নায়িকার নাম কবরী। সুভাষ দত্তের ‘আবির্ভাব’ থেকে এই জুটির জয়যাত্রা শুরু। বছর দশেক এই জুটি চুটিয়ে ছবি করেছে। একটি দুটি ছাড়া বাকি ছবিগুলো তুমুল জনপ্রিয় হয়েছে। তুঙ্গে থাকা অবস্থায় এই জুটি ভেঙে গেলে দর্শক হৃদয়ে রয়ে যান। রাজ্জাক-কবরীকে অনেকে সর্বকালের সেরা জুটিও বলে থাকেন। সুচন্দা সুচন্দার সঙ্গেই নায়ক হিসেবে রাজ্জাকের যাত্রা শুরু জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে। তবে এই জুটির কালজয়ী ছবিটির নাম ‘জীবন থেকে নেয়া’। জহির রায়হানের ‘আনোয়ারা’ এবং আমজাদ হোসেনের ‘জুলেখা’ ছবিতেও অভিনয় করেছেন এই জুটি। ষাটের দশকে রাজ্জাক-সুচন্দা জুটি যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছিল। স্বাধীন বাংলাদেশে এই জুটির আর পুনরুত্থান হয়নি। [caption id="attachment_157977" align="aligncenter" width="700"] ‘অনন্ত প্রেম’ ছবির দৃশ্যে ববিতার সঙ্গে রাজ্জাক[/caption] ববিতা নায়িকা হিসেবে ববিতার প্রথম ছবি ‘শেষ পর্যন্ত’ এবং শিশুশিল্পী হিসেবে প্রথম ছবি ‘সংসার’ নায়করাজের সঙ্গে। পরিচালক হওয়ার পর প্রথম ছবি ‘অনন্ত প্রেমে’ রাজ্জাক বেছে নিয়েছিলেন ববিতাকেই। ববিতা আবার তার ব্যানারের প্রথম ছবি ‘ফুলশয্যা’য় রাজ্জাক ভিন্ন অন্য কারো কথা ভাবতে পারেননি। ববিতার প্রথম জাতীয় পুরস্কার আসে রাজ্জাক অভিনীত ‘বাদী থেকে বেগম’ ছবিতে। শবনম ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ গানটিকে বলা হয় নায়করাজের রোমান্টিক ইমেজের ট্রেডমার্ক। এ গানে ফোনের ওপাশে ছিলেন শবনম। অশোক ঘোষের ‘নাচের পুতুল’ ছাড়াও আরো কিছু ছবিতে জুটি বেঁধেছেন রাজ্জাক-শবনম। ছবিগুলো দর্শকদের পছন্দের তালিকায় ছিল সব সময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App