×

বিনোদন

নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ০৭:০২ পিএম

নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে...

আব্দুর রাজ্জাক ; জন্ম : ২৩ জানুয়ারি ১৯৪২ ; মৃত্যু : ২১ আগস্ট ২০১৭

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান। তার মৃত্যুতে শূন্য হয়েছে সিনেমার অভিভাবকের আসনটি। প্রায় ছয় দশক ধরে তিনি ছিলেন ইন্ডাস্ট্রির চালিকাশক্তি। তার অভাব তিলে তিলে অনুভব করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নয়ন সম্মুখে তিনি হয়তো নেই, কিন্তু বেঁচে আছেন তার সৃষ্টিকর্মে।
আজ নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালে ২১ আগস্ট সন্ধ্যায় ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। কিংবদন্তিতুল্য এ অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করছে দেশের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এফডিসিতে শিল্পী সমিতির উদ্যোগে হবে দোয়া-মাহফিল। তবে তার চলে যাওয়ার দুই বছরে পরিবারের পক্ষ থেকে বিশেষ কিছু করার তেমন উদ্যোগ নেই। নায়করাজের ছোট ছেলে সম্রাট জানান, সবসময়ের মতো কবর জিয়ারত এবং দোয়া করা হবে পারিবারিকভাবেই। আব্বা চলে যাওয়ার পর আব্বার রুহের মাগফেরাত কামনা করে আমরা প্রায় সময়ই কবরস্থানের পাশে গিয়ে দোয়া-দুরুদ পড়ি। সেই ধারাবাহিকতাটাই স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে। নিজের জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় রাজ্জাকের মঞ্চ নাটকে হাতেখড়ি। ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে তার অভিষেকের সূচনা। একই বছর জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র লখিন্দরের ভ‚মিকায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করেন তিনি। ১৯৬৪ সালে নতুন জীবন গড়তে সপরিবারে বাংলাদেশে পাড়ি জমানো অসহায় রাজ্জাক কঠোর পরিশ্রম আর সংগ্রাম করে নায়করাজ রাজ্জাকের উপাধি লাভ করেন। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খানের সহযোগিতায় বাংলাদেশি ফিল্মে কাজ করার সুযোগ লাভ করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর প্রথম মুক্তি পায় রাজ্জাক অভিনীত ‘মানুষের মন’ ছবি। ছবিটি ব্যবসাসফল হয়। এ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে সূচনা ঘটে নায়ক রাজ্জাকের যুগ। তারপর মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম ছবি ওরা ১১ জন, ‘ছন্দ হারিয়ে গেল’, ‘অবুঝ মন’ ছবিতে অভিনয় করে রাজ্জাক হয়ে যান বাংলাদেশের চলচ্চিত্রের আইকন। দীর্ঘ প্রায় ৫০ বছরের অভিনয় জীবনে বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, অবুঝ মন, রংবাজ, ওরা ১১ জন, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, বড় ভালো লোক ছিল, ও আমার দেশের মাটিসহ প্রায় ৫০০টি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। ১৬টি চলচ্চিত্রের পরিচালক রাজ্জাকের মালিকানাধীন রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানার থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের কয়েক দশকের প্রধান অভিনেতা হিসেবে বিবেচিত রাজ্জাক মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সংস্কৃতিতে বিশেষ ভ‚মিকা রাখার জন্য বাংলাদেশ সরকার ২০১৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App