×

খেলা

জেসন হোল্ডার বর্ষসেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ০২:৩৪ পিএম

জেসন হোল্ডার বর্ষসেরা
ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ক্যারিবীয়দের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার। বছরের শুরুতে অসাধারণ পারফরমেন্সের নজির গড়ে তার স্বীকৃতি পেলেন এই অলরাউন্ডার। চলতি বছরের শুরুতেই অসাধারণ পারফরম্যান্স ছিল হোল্ডারের। বার্বাডোজ আর এন্টিগাতে পর পর দুই টেস্টে ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একেবারে সামনে থেকে দলটিকে নেতৃত্বে দিয়েছিলেন অধিনায়ক জেসন হোল্ডার। প্রথম টেস্টে ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি করে দলকে জেতানোর পাশাপাশি বল হাতেও অসাধারণ ফর্মে ছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। প্রথম টেস্ট শেষে স্যার গ্যারিফিল্ড সোবার্সের পর ৪৫ বছরের মধ্যে প্রথম ক্যারিবিয়ান অলরাউন্ডার হিসেবে উঠেছিলেন আইসিসির র?্যাঙ্কিয়ের শীর্ষে। অবশ্য এমন অর্জনের পেছনে ভ‚মিকা ছিল ইংল্যান্ডের বিপক্ষে তার করা অপরাজিত ২০২ রানের ইনিংসটি। ওই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্রিকেটে ৮ নম্বরে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড গড়েন তিনি। এই সময়ে ব্যাটে-বলে ঈর্ষণীয় সাফল্য ছিল তার। ২০১৮-১৯ পর্যন্ত মোট আটটি টেস্ট খেলেছেন তিনি। আর ৮ টেস্টে তুলেছেন ৫৬৫ রান, নিয়েছেন ৪০টি উইকেট। ছিল ৪টি ৫ উইকেট শিকারের নজির। পুরুষদের ক্রিকেটে পুরস্কার বিজয়ীদের মাঝে বেশি অর্জন তারই। একই সঙ্গে জিতেছেন বছর সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটিও। এই পুরস্কার ঘোষণার ক্ষেত্রে ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের মার্চের পারফরমেন্সকে বিবেচনায় নেয়া হয়। যদিও দারুণ ওই সুসময়ে ধীরগতির বোলিং রেটের কারণে এক টেস্টের নিষেধাজ্ঞা পেতে হয়েছিল তাকে। ফলে ২০০৯ সালের পর প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টে পায়নি জেসন হোল্ডারকে। ২০১৭ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষেও একই কারণে নিষিদ্ধ হয়ে এক টেস্ট খেলতে পারেননি তিনি। ৯ ফেব্রুয়ারিতে সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে তার বদলে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেন ব্যাটসম্যান ক্রেইগ ব্রাথওয়েট। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন শাই হোপ। পেস বোলিং অলরাউন্ডার কিমো পল পেয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব। উদীয়মান ক্রিকেটার হিসেবে পুরস্কার জিতেছেন ২২ বছর বয়সী ওশানে থমাস। বিশ্বব্যাপী টি-টোয়েন্টিতে দাপট দেখানো আন্দ্রে রাসেল জিতেছেন টি-টোয়েন্টির বর্ষসেরা ক্যারিবিয়ান ক্রিকেটারের পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App