×

খেলা

আবাহনীর ভাবনায় শুধু জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ০২:২৫ পিএম

আবাহনীর ভাবনায় শুধু জয়
আবাহনীর বিপক্ষে এএফসি কাপের ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালের অ্যাওয়ে ম্যাচে আজ মাঠে নামছে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ। সন্ধ্যা পৌনে ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ উপভোগের জন্য কোনো টিকেটের প্রয়োজন হবে না। সব দর্শকের জন্য গ্যালারি উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আজ পূর্ণ শক্তির দল না পেলেও হতাশ নন আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও লেমোস। নিয়মিত চার খেলোয়াড় নেই। লিগামেন্টের অস্ত্রোপচার করানোয় দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দুই ডিফেন্ডার তপু বর্মণ ও আতিকুর রহমান ফাহাদ। এক সপ্তাহ আগে অনুশীলনের সময় পায়ে চোট পান মিডফিল্ডার মামুনুল ইসলাম। আবাহনীতে যোগ দিয়ে প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে না মিসরের আলা এলদিন নাসেরের। গত টুর্নামেন্টে মালদ্বীপের টিসি স্পোর্টসের হয়ে তিনি লাল কার্ড পান। সব মিলিয়ে অনেকটা দুর্বল দল নিয়ে নামছে আবাহনী। তার পরও শিষ্যদের ওপর আস্থা রাখছেন আকাশি-নীল জার্সিধারীদের কোচ। গতকাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লেমোস বলেন, আসলে গ্রুপ পর্ব থেকেই ইনজুরি সমস্যা নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি। ফুটবলে এমনটা হতেই পারে।অবশ্য এতে করে বেঞ্চে থাকা খেলোয়াড়দের সামনে সুযোগ আসে। যারা একাদশে সুযোগ পাবে, আশা করি তারা দায়িত্ব নিয়ে খেলবে। এখানে কোনো ভুল করার সুযোগ নেই। আবাহনীর জন্য এটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা এএফসি কাপের গ্রুপ পর্বের বাধা টপকে উঠেছে নকআউট পর্বে। উত্তর কোরিয়ার ক্লাবটি এ নিয়ে তিনবার খেলছে এই স্টেজে। দুই দলের ফিরতি ম্যাচ আগামী ২৮ আগস্ট উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে। আজকের ম্যাচ সম্পর্কে উত্তর কোরিয়ার ক্লাবটির কোচ ও ইয়ুন সুন বলেন, নকআউট পর্বে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আবাহনীর কিছু ম্যাচের হাইলাইটস দেখেছি। দলটিতে যে বিদেশি আছে তাদের সম্পর্কে ধারণা নিয়েছি। আমরা জয়ের জন্য খেলব। আশা করি, ম্যাচটি উপভোগ্য হবে। প্রতিপক্ষ কঠিন হলেও জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন আবাহনী কোচ। ইতিহাস গড়তে চান লেমোস। আমরা প্রায় তিন সপ্তাহের প্রস্তুতি নিয়ে এই ম্যাচ খেলব। এটা যে আমাদের জন্য বেশ কঠিন ম্যাচ হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে সবাই লড়াই করার জন্য প্রস্তুত। আশা করছি জিতে মাঠ ছাড়তে পারব আমরা। নতুন করে গড়তে পারব ইতিহাস। প্রতিপক্ষের ভিডিও হাইলাইটস দেখে লেমোস দলের ফরমেশনও প্রায় ঠিক করে ফেলেছেন। রক্ষণাত্মক খেলে প্রতি আক্রমণ থেকে গোল পেতে চান তিনি, প্রতিপক্ষ উইংনির্ভর খেলে থাকে। তাদের দুজন খেলোয়াড় সব সময় ডি বক্সে থাকার চেষ্টা করে। তাতে আমরা ভীত নই। আমাদের ডিফেন্স জমাট রাখতে হবে। সে ক্ষেত্রে আমরা ৫-৪-১ ফরমেশনে খেলতে পারি, যেন প্রতিপক্ষের আক্রমণগুলো রুখে দেয়া যায়। তবে শুধু ডিফেন্স নয়, আমাদের আক্রমণভাগের খেলোয়াড়দেরও সজাগ থাকতে হবে। পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়ে গোল পেতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App