×

জাতীয়

হাসপাতাল ছাড়লেই ঝুঁকিমুক্ত নন ডেঙ্গু আক্রান্তরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১২:১৯ পিএম

হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী। অনেকেই মনে করছেন হাসপাতাল থেকে বাড়ি যাওয়া মানেই রোগীর ঝুঁকি কমে যাওয়া। এ ছাড়া একবার আক্রান্ত হলে পরবর্তীতে আর ডেঙ্গু হবে না এমন ধারণাও প্রচলিত আছে। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেই ডেঙ্গু আক্রান্তদের ঝুঁকি যে কমে যায় এমনটি নয়। বরং চিকিৎসকের নির্দেশনা মতো না চললে ঝুঁকি আরো বাড়ে। ওই সময় আক্রান্তদের প্রয়োজন বিশেষ যত্ন, পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার গ্রহণ। তারা বলছেন, একবার আক্রান্ত রোগীদের পুনরায় ডেঙ্গু হতে পারে। দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীর ঝুঁকি আগের তুলনায় বহুগুণ বেড়ে যায়। বাড়ে মৃত্যুঝুঁকিও। এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়ার অন্যতম কারণ আক্রান্তদের অনেকেই দ্বিতীয়বারের মতো এ জ¦রে আক্রান্ত হচ্ছেন। এ জন্য আরো বেশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৫৪৭৯৭ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪৮০২৪ জন। মৃত্যু হয়েছে ৪০ জনের। হাসপাতাল ছেড়ে সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর ডেঙ্গু আক্রান্ত রোগীকে কমপক্ষে সপ্তাহখানেক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ। তিনি ভোরের কাগজকে বলেন, যে কোনো রোগের ক্ষেত্রে রোগীর চিকিৎসা পরবর্তী যত্ন গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সেই যত্ন কেমন হবে তা নির্ভর করে রোগের মান ও জটিলতা অনুযায়ী। ডেঙ্গু আক্রান্ত হবার পর অনেকেরই কিডনি, হার্টসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জটিলতা দেখা দেয়। তাদের ক্ষেত্রে যত্ন আরো বেশি দরকার। একজন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার পরও কমপক্ষে সাত দিন বিশ্রামে থাকা উচিত। নয় দিনের মধ্যে তিনি তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারেন। একই রোগী পুনরায় আক্রান্ত হতে পারে জানিয়ে তিনি বলেন, সতর্ক না হলে একই রোগী পুনরায় ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। এমনকি এক মৌসুমে দুইবার আক্রান্ত হতে পারেন। দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হলে হেমোরেজিক ফিভার হওয়ার আশঙ্কা বেশি। আর এতে রক্তক্ষরণ হয়ে রোগী মারা যেতে পারে। তাই জ¦র হলেই কোনো ধরনের অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। এ প্রসঙ্গে প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ও হেলথ এন্ড হোপ হাসপাতালের পরিচালক ডা. লেনিন চৌধুরী ভোরের কাগজকে বলেন, জ¦র সেরে গেলে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র মিললেই যে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ তা কিন্তু নয়। ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে ‘রিকভারি স্টেইজ’ও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রোগীর সম্পূর্ণ বিশ্রাম, তরল খাবারের পাশাপাশি স্বাভাবিক খাবারও খেতে হবে। ভারী কোনো কাজ করা যাবে না। এ ছাড়া দেশীয় ফল খাওয়ারও পরামর্শ দেন তিনি। ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ডেঙ্গু একাধিকবার হতে পারে। তাই মশার হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। সচেতন হলেই ঝুঁকি এড়ানো যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App