×

খেলা

কিস সিনসিনাটির নতুন রানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ০১:১৭ পিএম

কিস সিনসিনাটির নতুন রানি
২০১৭ সালে ইউএস ওপেনে শিরোপা জিততে পারেননি। তবে ২০১৯ এ এসে পেরেছেন আমেরিকান টেনিসার মেডিসন কিস। সিনসিনাটি ওপেনে মেয়েদের এককে রুদ্ধশ্বাস ফাইনালে রাশিয়ান টেনিসার ভেতলানা কুজনেতসোভাকে ৭-৫, ৭-৬ (৭-৫) সেটে হারিয়ে প্রথমবারের মতো সিনসিনাটি ও হার্ড কোর্টের কোনো শিরোপা জিতলেন তিনি। অন্যদিকে ছেলেদের এককে বেলজিয়ামের ডেভিড গোফিনকে ৭-৬(৭-৩), ৬-৪ সেটে হারিয়ে প্রথমবারের মতো সিনসিনাটি ওপেনের শিরোপা জিতলেন রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেভ। ফলে সিনসিনাটি ওপেন পেল তার নতুন রাজা-রানিকে। সিনসিনাটি ওপেনে খেলার আগে এই মৌসুমে উইম্বলডন, সিটি ওপেন ও রজার কাপে খেলেছিলেন মেডিসন। তবে ওই তিনটি প্রতিযোগিতার একটিতেও দ্বিতীয় রাউন্ড পার করতে পারেননি তিনি। কিন্তু সিনসিনাটি ওপেনে খেলতে এসে পুরোপুরি পাল্টে যান। ফাইনালে ওঠতে তিনি হারিয়েছেন ভেনাস উইলিয়ামস ও সিমোনা হালেপের মতো বড় তারকাদের। আগামী সপ্তাহে ইউএস ওপেনে খেলতে নামার আগে এই শিরোপা জয় তার জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। শিরোপা জয়ের পর মেডিসন নিজেও যেন বিশ্বাস করতে পারছেন না যে এখন সিনসিনাটি ওপেনের শিরোপার মালিক। শিরোপা জেতার পর মাঠে উপস্থিত দর্শকদের সামনে তিনি বলেন, যদি এক সপ্তাহ আগে আপনারা আমাকে জিজ্ঞেস করতেন আমি কি চ্যাম্পিয়ন হব, তাহলে হাসি ছাড়া অন্য কিছু আমার মুখ দিয়ে বের হতো না। তবে এই শিরোপা জেতার পর এখন বেশ আত্মবিশ্বাসী মেডিসন। তিনি বলেন, এটা আমার আত্মবিশ্বাস এখন বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই ফর্ম ধরে রেখে নিউইয়র্কে (ইউএস ওপেনে) এখন আমি ভালো কিছু করতে চাই। এই জয়ের ফলে এখন ১৮ নম্বর থেকে মেয়েদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে চলে আসবেন মেডিসন। মেডিসনের বিপক্ষে ম্যাচ হারলেও ৩৪ বছর বয়সী কুজনেতসোভা নিজের পারফরমেন্স নিয়ে বেশ সন্তুষ্ট। তিনি বলেন, আমি সত্যি প্রত্যাশা করিনি এতদূর আসতে পারব। ছেলেদের এককের চ্যাম্পিয়ন রাশিয়ান টেনিসার ড্যানিয়েল মেদভেদেভের গল্পটাও অনেকটা মেডিসনের মতো। গত সপ্তাহে ওঠেছিলেন রজার কাপের ফাইনালে। এর আগের সপ্তাহে ওঠেছিলেন সিটি ওপেনের ফাইনালে। কিন্তু পরপর দুটি ফাইনালে ওঠেও কোনো শিরোপা জিততে পারেননি তিনি। শেষমেষ সিনসিনাটি ওপেনে এসে বেলজিয়ামের গোফিনকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম বড় কোনো শিরোপা জিতলেন তিনি। ম্যাচ শেষে গোফিন মেদভেদেভের সম্পর্কে বলতে গিয়ে জানান, আমি যেন কোনো দেয়ালের বিপক্ষে খেলছিলাম। এর আগে গত পরশু সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারানোর পর জকোভিচ বলেছিলেন, পরবর্তী টেনিস দুনিয়া শাসন করতে যাচ্ছেন রাশিয়ান নম্বর ওয়ান টেনিসার মেদভেদেভ। জকোভিচের সেই ভবিষ্যত বাণী সত্যি করতে মাত্র একদিনই সময় নিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App