×

খেলা

অনিশ্চিত স্মিথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ০১:০৮ পিএম

অনিশ্চিত স্মিথ
লর্ডসে অনুষ্ঠিত এবারের অ্যাশেজের দ্বিতীয় টেস্টটি ড্র হয়েছে। লডর্স টেস্টের চতুর্থ দিনে নিজেদের ১ম ইনিংসে ব্যাটিংয়ের সময় আর্চারের বলে ঘাড়ে আঘাত পান স্টিভ স্মিথ। আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গেই পড়ে যান মাটিতে। আর ব্যথা এতটাই গুরুতর ছিল যে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। এদিকে গতকাল টেস্টের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে দুই নম্বরে আছে স্মিথের নাম। তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। স্মিথের রেটিং পয়েন্ট ৯১৩। এক বছরের নিবার্সন কাটিয়ে এজবাস্টনে অনুষ্ঠিত এবারের অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফেরেন স্মিথ। প্রত্যাবর্তনের ম্যাচেই উভয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। আর লডর্স টেস্টে খেলেন ৯২ রানের এক ইনিংস। অ্যাশেজের প্রথম দুই টেস্টে স্মিথ নিজের নামের সঙ্গে যোগ করেছেন ৫৬ রেটিং পয়েন্ট। টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের বিরাট কোহলি। তার রেটিং পয়েন্ট ৯২২। সে হিসেবে চলতি অ্যাশেজেই কোহলিকে টপকানোর সুযোগ আছে স্মিথের সামনে। তবে সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদও রয়েছে স্মিথ ভক্তদের জন্য। ডানহাতি এই অজি ব্যাটসম্যান এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এবারের অ্যাশেজের তৃতীয় টেস্ট। হেডিংলির লিডসে হতে যাওয়া এই ম্যাচে স্মিথের খেলাটা অনিশ্চিত বলেই জানানো হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App