×

খেলা

টাইগারদের নিয়ে নতুন কোচের পরিকল্পনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ০৩:১১ পিএম

টাইগারদের নিয়ে নতুন কোচের পরিকল্পনা
সব জল্পনা-কল্পনার ইতি টেনে অবশেষে রাসেল ডমিঙ্গোকেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত শনিবার তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পরই ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে সাক্ষাৎকার দেন ডমিঙ্গো। এই সাক্ষাৎকারে বাংলাদেশ দল নিয়ে নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা জানিয়েছেন ৪৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই কোচ। এ সময় নিজের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দিয়ে বাংলাদেশের ক্রিকেটীয় সিস্টেমের প্রতিটি পর্যায়ে কাজ করবেন বলেও জানিয়েছেন ডমিঙ্গো। পাশাপাশি তিনি আরো বলেছেন যে, বাংলাদেশ দলকে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যেই জানিয়েছেন যে, জাতীয় দলের পাশাপাশি ‘এ’ এবং এইচপি দল নিয়েও কাজ করবেন রাসেল ডমিঙ্গো। পাশাপাশি সময় সুযোগমতো কাজ করবেন বয়সভিত্তিক দল নিয়েও। ডমিঙ্গোর বক্তব্যেও প্রকাশ পেয়েছে সেটা। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি জানান, আমি অতীতে বিভিন্ন সময়ে বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছি। সেখান থেকেই জাতীয় দলের খেলোয়াড়রা উঠে আসবে। তাই আমি চাই যে নতুন খেলোয়াড়রা যেখান থেকে উঠে আসছে সেখানে যুক্ত হতে। অর্থাৎ আমি একেবারে বয়সভিত্তিক পর্যায়ে কাজ করতে চাই। আমি মনে করি, বয়সভিত্তিক পর্যায়ে গুরুত্ব দেয়াটা খুবই জরুরি। তবে ডমিঙ্গোর মনোযোগ থাকবে মূলত জাতীয় দলের দিকেই। জাতীয় দলের খেলোয়াড় উঠে আসার রাস্তাটা যদি মসৃণ হয় এবং খেলোয়াড়রা সঠিকভাবে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, তবে সেটা দেশের সামগ্রিক ক্রিকেটের জন্যই ইতিবাচক হবে। আর এতে জাতীয় দল দারুণ সমৃদ্ধশালী হয়ে উঠবে। ডমিঙ্গোর ভাষায়, নিঃসন্দেহে জাতীয় দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু জাতীয় দলের নিচের স্তরগুলোতে কী হচ্ছে সেদিকেও সমানভাবে নজর দিতে হবে। কারণ সেখান থেকেই তো খেলোয়াড়রা উঠে আসবে। তাই আমি মনে করি, নতুন খেলোয়াড়রা যেখান থেকেই উঠে আসছে সেখানে ভ‚মিকা রাখাটা গুরুত্বপূর্ণ। আর আমি সেই কাজটাই করতে চাই। বাংলাদেশে অনেক ভালোমানের ক্রিকেটার আছে বলেও মনে করেন রাসেল ডমিঙ্গো। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে অসাধারণ সব খেলোয়াড় আছে। তবে তরুণ খেলোয়াড়দের নিয়মিতভাবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে হবে। কারণ শেষ পর্যন্ত জাতীয় দলেই তাদের প্রয়োজন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ইতোমধ্যেই বেশ ভালো ধারণা অর্জন করে ফেলেছেন ডমিঙ্গো। তার কথাতেই সেটা স্পষ্ট। দক্ষিণ আফ্রিকান এই কোচ তরুণ খেলোয়াড় উঠিয়ে আনার ক্ষেত্রে নিজের পরিকল্পনা কেমন হবে সে বিষয়ে তিনি জানান, পরবর্তী সেরা খেলোয়াড়টি কে, তা জানতে হাইপারফরমেন্স দলের কোচ ও ম্যানেজারের সঙ্গে কাজ করাটা খুব জরুরি। কয়েকদিন আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডকে তাদেরই মাটিতে চারবার হারিয়েছে। আর ভারতের বিপক্ষে লড়াই করেছে সমানতালে। আমি বিশ^াস করি যে, বয়সভিত্তিক পর্যায়ে অনেক ভালো খেলোয়াড় আছে। তাদের সুযোগ করে দিতে হবে। এ সময় দ্বাদশ বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, বেশ কিছু ম্যাচে তারা জয়ের খুব কাছাকাছি ছিল। নিউজিল্যান্ডের কথাই ধরুন, একটা রানআউটের সুযোগ কাজে লাগাতে না পারায় সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ। টাইগার ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক কিছু বাধা আছে। এসব বাধা টপকাতে হবে। বাংলাদেশ দল নিয়ে দারুণ আশাবাদী রাসেল ডমিঙ্গো। গত কয়েক বছরে ক্রিকেটে অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশই সবচেয়ে বেশি উন্নতি করেছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে তার মন্তব্য, গত ৫/৬ বছরে সবচেয়ে বেশি উন্নতি করা দল বাংলাদেশ। বিসিবির সঙ্গে কথা বলে বুঝেছি যে ক্রিকেটের উন্নয়নে তাদের বেশ কিছু পরিকল্পনা আছে। আর তরুণরাও উঠে আসছে। তাই আমার বিশ্বাস, বিশ্ব ক্রিকেটে সত্যিকারের পরাশক্তি হয়ে উঠার মতো যাবতীয় সব কিছুই আছে টাইগারদের। এ কারণেই আমি বাংলাদেশ দলের কোচ হতে পেরে রোমাঞ্চিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App