×

আন্তর্জাতিক

উত্তর ভারতে বন্যায় ২৮ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ১১:১৫ এএম

উত্তর ভারতে বন্যায় ২৮ জনের মৃত্যু
উত্তর ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে বন্যায় ২৮ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ২২ জন।  রবিবারের বৃষ্টিতে শুধু হিমাচল প্রদেশেই মারা গেছেন ২২ জন এবং নয় জন আহত হয়েছে। এনডিটিভির খবরে তা বলা হয়েছে। সিমলায় ৯ জন ও সোলানে ৫ জন মারা গেছেন। এ ছাড়া কুলু, সিরমৌর ও চম্বায় ২ জন করে এবং ওনা ও লাহৌল-স্পিতি জেলায় একজন করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। যমুনা ও অন্যান্য উপনদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি নিচু অঞ্চলে বসবাসরত লোকদের সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App