×

খেলা

হারে শুরু বার্সার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ০৩:০০ পিএম

হারে শুরু বার্সার
আবার পুরোদমে শুরু হয়েছে ক্লাব ফুটবলের উন্মাদনা। ইংলিশ প্রিমিয়ার লিগের পর গতকাল স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হয়েছে। এ দিন লা লিগায় হার দিয়ে মৌসুম শুরু করেছে গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে গেছে আর্নেস্তো ভালভের্দের শিষ্যরা। বিলবাওয়ের হয়ে একমাত্র গোলটি করেছেন আরিজ আদুরিজ। ম্যাচটি যখন ০-০ গোলে ড্রয়ের দিকে এগুচ্ছিল তখন ৮৯ মিনিটের মাথায় চোখধাঁধানো বাইসাইকেল কিকের মাধ্যমে জয়সূচক গোলটি করেন ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার। অন্যদিকে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। হার্থা বিএসসির বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভনডোস্কি। অপরদিকে হার্থার হয়ে গোল করেছেন দোদে লুকেবাকিও ও মার্কো গ্রæজিক। এদিকে এই হারের মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছর পর আবার লা লিগার প্রথম ম্যাচে হারল বার্সেলোনা। ২০০৮ সালে পেপ গার্দিওলা যখন বার্সার কোচ ছিলেন তখন লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে নুমানসিয়ার বিপক্ষে হেরেছিল তারা। তবে সে বছরই ‘ট্রেবল’ জিতেছিল কাতালানরা। তাই অতীত ইতিহাস ভেবে এই হার থেকে সান্ত¡না নিতে পারেন বার্সার ভক্তকুলেরা! এই হারের জন্য ভাগ্যকে দুষতে পারেন বার্সার সমর্থক ও খেলোয়াড়রা। কারণ তাদের করা নিশ্চিত গোলের দুটো শট গোলবারে লেগে ফিরে আসে। ম্যাচের প্রথমদিকেই বিলবাওয়ের ডিফেন্ডারদের ভুলে গোল করার মোক্ষম সুযোগ পেয়ে যান সুয়ারেজ। কিন্তু তার শট গিয়ে আঘাত হানে বারপোস্টে। অন্যদিকে অ্যাতলেটিকো বিলবাওয়ের হয়ে ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে বদলি খেলোয়াড় হিসেবে নামেন আরিজ আদুরিজ। তার শেষ মুহূর্তের গোলেই কপাল পুড়ে সুয়ারেজ-ডেম্বেলেদের। এ মৌসুম শেষেই বিশ বছরের ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাবেন আদুরিজ। বিদায়ের শুরুটা খুব ভালোভাবেই করলেন তিনি। গতকাল খেলতে নেমে আদুরিজ বুঝিয়ে দিলেন বিদায় নেয়ার আগে তার আরো কিছু গোল করা এখনো বাকি রয়ে গেছে। এদিকে ইনজুরির কারণে ম্যাচটিতে খেলেননি লিওনেল মেসি। আগস্টের প্রথম দিকে ন্যু ক্যাম্পে যোগ দেয়ার পরই চোটে পড়েন তিনি। বার্সেলোনায় মেসি যোগ দেয়ার পর তাকে ছাড়া কখনোই খুব বেশি ভালো করতে পারেনি ক্লাবটি। গতকালের ম্যাচেও তার স্পষ্ট ছাপ দেখা গেছে। বার্সা আরো বিপদে পড়ে যায় যখন পায়ে আঘাত পেয়ে ৩৮ মিনিটের মাথায় লুইস সুয়ারেজ মাঠ ছাড়েন। এর আগে গত ১১ তারিখ ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে জোড়া গোল করেছিলেন সুয়ারেজ। তা ছাড়া ওই ম্যাচটিতে গোল করেছিলেন এই মৌসুমে ন্যু ক্যাম্পে যোগ দেয়া এন্তোনিও গ্রিজম্যান ও ওসমান ডেম্বেলে। কিন্তু গতকালের ম্যাচে দুজনের কেউ আলো ছড়াতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App