×

খেলা

শেষ চারে অ্যাশলে বার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ১২:৪৬ পিএম

শেষ চারে অ্যাশলে বার্টি
একের পর এক অঘটন ঘটেই চলছে সিনসিনাটি ওপেনে। নতুন করে আবার অঘটনের জন্ম দিলেন গত পরশু শেষ ষোলতে রোমানিয়ান টেনিসার সিমোনা হালেপকে হারিয়ে আলোচনায় আসা আমেরিকান টেনিসার মাডিসন কিস। গতকাল কোয়ার্টার ফাইনালে সাবেক নাম্বার ওয়ান ও স্বদেশী টেনিসার ভেনাস উইলিয়ামসকে সরাসরি ৬-২, ৬-৩ সেটে হারিয়ে দেন তিনি। নিজের দিনে যে তিনি যে কাউকেই হারিয়ে দিতে পারেন তার প্রমাণ এই ধারাবাহিক জয়। এর আগে রজার কাপ ও ওয়াসিংটন ডিসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন মাডিসন। তার এমন প্রত্যাবর্তন অবাক করেছে সবাইকে। এই হারের ফলে মেয়েদের র‌্যাঙ্কিংয়ে ৬৫ নম্বরে নেমে গেছেন ভেনাস উইলিয়ামস। তবে আগামী ২৬ তারিখ থেকে শুরু হওয়া ইউএস ওপেনে কোনো ম্যাচ জিততে পারলে র‌্যাঙ্কিংয়ে ৫০ এর ঘরে আসতে পারবেন তিনি। এদিকে কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে আমেরিকান টেনিসার সোফিয়া কেনিনের বিপক্ষে ইনজুরির কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি জাপানের টেনিসার নাওমি ওসাকা। ফলে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয়েছে তাকে। তবে প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার টেনিসার অ্যাশলে বার্টি। গ্রিসের মারিয়া সাক্কারিকে ৭-৫, ৬-২, ৬-০ সেটে হারান তিনি। কোয়ার্টার ফাইনালে মেয়েদের এককে আরো জয় পেয়েছেন রাশিয়ার সেভেটলানা কুজনেতসোভা। চেক প্রজাতন্ত্রের কারোলিনা পিসক্লোভাকে ৩-৬, ৭-৬ (৭-২), ৬-৩ সেটে হারান তিনি। ছেলেদের এককে সেমিফাইনালের টিকেট পেয়েছেন বিশে^র নাম্বার ওয়ান টেনিসার নোভাক জকোভিচ। ফ্রান্সের লুকাস পোওইল্লেকে ৭-৬ (৭-২), ৬-১ সেটে হারিয়েছেন তিনি। এ ছাড়া রাশিয়ার আন্দ্রে রুভলেভের বিপক্ষে জয় পেয়েছেন আরেক রাশিয়ান ড্যানিয়েল ম্যাডভেদেভ। রুভলেভেকে সরাসরি ৬-২, ৬-৩ সেটে হারিয়েছেন তিনি। ছেলেদের এককের কোয়ার্টার ফাইনালের অন্য দুটি ম্যাচের মধ্যে একটি মাঠে গড়ায়নি। জাপানের ইউশিহিতো নিশিওকা চোটে পরলে জার্মানের ডেভিড গোফিনকে বিজয়ী ঘোষণা করা হয়। অন্য ম্যাচটিতে জয় পেয়েছেন ফ্রান্সের রিচার্ড গাসকোয়েট। স্পেনের রবার্তো বাতিস্তাকে ৭-৬ (৭-২), ৩-৬, ৬-২ সেটে হারিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App