×

খেলা

এবার আর্চারদের স্পেন মিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ১২:৫৯ পিএম

এবার আর্চারদের স্পেন মিশন
স্পেনের মাদ্রিদে আগামী ১৯-২৫ আগস্ট বসবে ওয়ার্ল্ড চাম্পিয়নশিপের। এবার বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় জুনিয়র ও ক্যাডেট ক্যাটাগরিতে ৫ জন পুরুষ ও ৩ জন নারী আর্চার অংশগ্রহণ করবেন। স্পেনের মাদ্রিদে ওয়ার্ল্ড চাম্পিয়নশিপে অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যায় ঢাকা ছেড়েছে বাংলাদেশ আর্চার দল। এবার স্পেনে বাংলাদেশ আর্চার দল জুনিয়র বালক একক ও দলীয়, রিকার্ভ ক্যাডেট বালক একক, রিকার্ভ ক্যাডেট বালিকা একক ও মিশ্র দলীয় এবং কম্পাউন্ড জুনিয়র বালক একক ইভেন্টে লড়াই করবে। জার্মান কোচ ফ্রেডিকের অধীনে বর্তমানে বেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর্চার দল। এবার স্পেনে তার অধীনে বড় সফলতা অর্জন করতে সক্ষম হবে লাল-সবুজের প্রতিনিধিরা এমনটাই প্রত্যাশা বাংলাদেশ আর্চার ফেডারেশনের। বলা যায়, আর্চারিতে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর আগে জার্মান কোচ ফ্রেডিকের অধীনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে প্রথম কোনো পদক জিতেছেন রোমান সানা। গত জুনে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক হিসেবে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App