×

জাতীয়

ফিরতি হজ ফ্লাইট শুরু আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ০১:১৫ পিএম

ফিরতি হজ ফ্লাইট শুরু আজ
পবিত্র হজ পালন শেষে আজ শনিবার থেকে দেশে ফিরতে শুরু করবেন হাজিরা। দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি প্রথম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন বলে জানা গেছে। হজ ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা কাজে সংশ্লিষ্ট সদস্যসহ মোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর হজ করতে গিয়ে গত ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন বাংলাদেশি। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় একজন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ৬৩ জন এবং ৯ জন নারী। এ বছর হজ ফ্লাইটে কোনো সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যাত্রী বা টিকেট সমস্যার কারণে কোনো ফ্লাইটও বাতিল হয়নি। গত ৪ জুলাই শুরু হওয়া হজ ফ্লাইটের মধ্যে ১৪৯টি ডেডিকেটেড এবং ৩২টি সিডিউল ফ্লাইট ছিল। আর ১৪৭টি ফ্লাইটে (ডেডিকেটেড-১৪৭ এবং শিডিউল ২৯) হাজিরা দেশে ফিরবেন। দেশে ফেরার সঙ্গে সঙ্গেই প্রত্যেক হজযাত্রীকে ৫ লিটার করে জমজমের পানি দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App