×

অর্থনীতি

দাম কমেছে স্বর্ণের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ০৩:৫৭ পিএম

চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্কারোপের যে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা এখনই কার্যকর হচ্ছে না। আর এর প্রভাব পড়েছে সেফ হ্যাভেন স্বর্ণের ওপর। সম্প্রতি ধাতুটির স্পটমূল্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সের দাম নেমে আসে ১ হাজার ৪৯৭ ডলার ১৭ সেন্টে এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ স্বর্ণের বাজারে ধাতুটির দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়ায় ১ হাজার ৫১০ ডলার ৭০ সেন্টে। রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক প্রবৃদ্ধিতে দীর্ঘস্থায়ী উদ্বেগ সত্তে¡ও মূল্যবান ধাতুটির দাম কমেছে। এতে বাণিজ্যযুদ্ধের কারণে সৃষ্ট উদ্বেগ কিছুটা প্রশমিত হলো বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা। বিশ্বের শীর্ষ দুই দেশের চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে ৩০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর আরো ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ শুল্কারোপ কার্যকর করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সেপ্টেম্বরের এ ডেডলাইন থেকে সরে আসার কথা জানান ট্রাম্প। এছাড়া সেলফোন, ল্যাপটপ ও অন্যান্য ভোগ্যপণ্যের ওপরও শুল্কারোপ কার্যকরে বিলম্ব করার আভাস দেন তিনি। যুক্তরাষ্ট্রে হলিডে বাজারের ওপর যাতে কোনো প্রভাব না পড়ে, সে কারণে নতুন শুল্কারোপের সময়সীমা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট যার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের অর্থনীতিবিদ জোহান শর্মা বলেন, বাণিজ্য ক্ষেত্রে উদ্বেগ কমে আসার ফলে ভূরাজনৈতিক ঝুঁকির মধ্যেও বাজারে কিছুটা আশা তৈরি হয়েছে। ফলে স্বর্ণের বাজার কিছুটা কমেছে। এ ব্যাপারে ভিএম মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন ইনস বলেন, বাণিজ্য বিরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্কারোপের বিষয়টি বিলম্ব করার ঘোষণা দিয়েছে। এটা মন্দা অবস্থায় থাকা আর্থিক বাজারের জন্য একটি ভালো খবর। এটা সেফ হ্যাভেন সম্পদকে গতিশীল করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App